নিজস্ব প্রতিবেদন : সমুদ্র সৈকতে বসে উত্তাপ ছড়াচ্ছেন সোফিয়া হায়াত। ইন্দো-ব্রিটিশ মডেল অভিনেত্রী কখন যে কী করেন, তা নিয়ে পেজ থ্রি প্রায় সব সময়ই সরগরম। কিন্তু, এবার মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন সোফিয়া। আর সেই ছবি দেখেই ফের সোশ্যাল সাইটে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন : লাল বেনারসি পরে বিরাটের হাত ধরেই নাচ অনুষ্কার, দেখুন ভিডিও 

জানা যাচ্ছে, ইজিপ্টে গিয়ে ওই ছবি শেয়ার করেন সোফিয়া হায়াত। সেখানে কখনও স্বামী ভ্লাদের ঠোঁটে ঠোঁট দেখে পোজ দিতে দেখা গিয়েছে সোফিয়াকে। আবার কখনও বিকিনি পরেই ‘সানবাথ’ নিতে দেখা যাচ্ছে ক্রিকেটার রোহিত শর্মার প্রাক্তন বান্ধবীকে।

২০১৬-তে সন্ন্যাস নেন সোফিয়া হায়াত। ‘মাদার গাইয়া’ নাম নিয়ে ওই সময় ফের সংবাদ শিরোনামে উঠে আসেন ওই মডেল অভিনেত্রী। কিন্তু, ২০১৭-তে সন্ন্যাস ছেড়ে ভ্লাদের সঙ্গে সম্পর্কে জড়ান সোফিয়া। এরপর শিগগিরই সাতপাকটাও ঘুরে নেন তিনি। বিয়ের পর সোশ্যাল সাইটে সোফিয়াকে দেখা গেলেও, তাঁদের মধুচন্দ্রিমার ছবি দেখা যায়নি। কিন্তু, এবার ইজিপ্টে গিয়ে ‘হানিমুনের’ ছবিই শেয়ার করলেন বলেও জানিয়েছেন সোফিয়া।

দেখুন সোফিয়া এবং ভ্লাদের সেই ছবি..

English Title: 
Sofia Hayat's Topless, Intimate Honeymoon Pictures are Too Hot to Handle
News Source: 
Home Title: 

ভ্লাদের ঠোঁটে ঠোঁট রেখেই ইজিপ্টে উত্তাপ ছড়াচ্ছেন সোফিয়া

ভ্লাদের ঠোঁটে ঠোঁট রেখেই ইজিপ্টে উত্তাপ ছড়াচ্ছেন সোফিয়া
Yes
Is Blog?: 
No