তৈমুরের কাছে মেয়ে ইনায়াকে রাখতে ভয় পান পিসি সোহা!

সবে সবে এক বছর বয়স হয়েছে তার। বয়স সবে ১ বছর বয়স হলেও, পেজ থ্রি-র খবরে তার নিত্য যাওয়া আসা। বুঝতেই পারছেন, সইফ-করিনার ছোট্ট নাবাব তৈমুর আলি খানের কথা বলা হচ্ছে। কিন্তু, তৈমুরকে নিয়ে এবার তার পিসি সোহা আলি খান কি বললেন জানেন?

Updated By: Jan 19, 2018, 09:57 AM IST
তৈমুরের কাছে মেয়ে ইনায়াকে রাখতে ভয় পান পিসি সোহা!

নিজস্ব প্রতিবেদন : সবে সবে এক বছর বয়স হয়েছে তার। বয়স সবে ১ বছর বয়স হলেও, পেজ থ্রি-র খবরে তার নিত্য যাওয়া আসা। বুঝতেই পারছেন, সইফ-করিনার ছোট্ট নাবাব তৈমুর আলি খানের কথা বলা হচ্ছে। কিন্তু, তৈমুরকে নিয়ে এবার তার পিসি সোহা আলি খান কি বললেন জানেন?

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোহা বলেন, এক বছর বয়স হতেই তৈমুর নাকি সব জিনিসপত্র ধরে ধরে ছুঁড়তে শুরু করেছে। আর সেই কারণেই তৈমুর যখন তাঁর মেয়ে ইনায়ার কাছে থাকে, তখন নাকি কিছুটা ভয় পেয়ে যান তাঁরা।

আরও পড়ুন : আবারও কনে সাজলেন করিনা

সোহা বলেন, তৈমুর, ইনায়া পাশাপাশি থাকেল সবচেয়ে বেশি ভয় পান নাকি সইফ। তৈমুর যাতে কোনও জিনিস ধরে সেটা ইনায়ার দিকে ছুঁড়ে না দেয়, সে বিষয়ে তক্কে তক্কে থাকেন তাঁরা। শুধু তাই নয়, তৈমুরকে (দাদা) দেখে ইনায়ারও না সেই একই অভ্যেস হয়, সে বিষয়েও তাঁরা সজাগ থাকেন বলে জানিয়েছেন সোহা।

এদিকে সোহার চেয়ে সইফ ৮ বছরের বড়। কিন্তু, তৈমুর, ইনায়ার বয়সের ফারাক মাত্র এক বছর। তাই এখন থেকেই তৈমুর এবং সোহা একে অপরের কাছাকাছি থাকতে পছন্দ করে বলেও জানিয়েছেন সোহা।

.