সোনমের পর সোনাক্ষি, গোমাংস নিষিদ্ধ করা নিয়ে টুইট করে রেহাই পেলেন না তিনিও

মাত্র একদিন আগেই মহারাষ্ট্রে সপ্তাহব্যাপী জৈন উত্সবের সময় গোমাংস নিষিদ্ধ হওয়া নিয়ে মন্তব্য করে টুইটারে আক্রান্ত হয়েছেন সোনম কপূর। এবার পালা সোনাক্ষি সিনহার। সোনমের পর মঙ্গলবার একই বিষয় নিয়ে টুইট করেন সোনাক্ষিও।

Updated By: Sep 9, 2015, 12:54 PM IST
সোনমের পর সোনাক্ষি, গোমাংস নিষিদ্ধ করা নিয়ে টুইট করে রেহাই পেলেন না তিনিও

ওয়েব ডেস্ক: মাত্র একদিন আগেই মহারাষ্ট্রে সপ্তাহব্যাপী জৈন উত্সবের সময় গোমাংস নিষিদ্ধ হওয়া নিয়ে মন্তব্য করে টুইটারে আক্রান্ত হয়েছেন সোনম কপূর। এবার পালা সোনাক্ষি সিনহার। সোনমের পর মঙ্গলবার একই বিষয় নিয়ে টুইট করেন সোনাক্ষিও।

রেহাই পেলেন না তিনিও। সোনাক্ষি টুইট করার পরই ঝাঁপিয়ে পড়েছে টুইটিরা। এর আগে প্রাক্তন স্বাস্থমন্ত্রী ডা. হর্ষ বর্ধনের উদ্দেশে করা একটি টুইট উল্লেখ করে সোনাক্ষি দ্বিচারিতা করছেন বলে মন্তব্য করেছেন এক টুইটি।

 তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন কারণে টুইটারে সমালোচনার মুখে পড়েছেন সোনাক্ষি। এমনকী, কেন তাকে দেখতে কুতসিত্ লাগছে তাই নিয়েও মন্তব্য করতে ছাড়েনি টুইটিরা। আপাতত বুদাপেস্টে ফোর্স টু ছবির শুটিংয়ে ব্যস্ত সোনাক্ষি।

.