জি ২৪ ঘন্টা ডিজিট্য়াল ব্য়ুরো: সোনালি ফোগাতের রহস্যমৃত্যু ঘিরে করে যথেষ্ট জল ঘোলা হয়েছে বলিউডে। এর বেশ কিছুদিনের মধ্যে রীতিমতো একের পর এক নাটকীয় মোড় নেয় তাঁর মৃত্যু রহস্য। অবশেষে খোলসা হয় আসল সত্যি। গত শুক্রবার অর্থাৎ ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অভিনেত্রীর শেষ কাজ 'ছোড়ি কা নাম'। সোনালিকে শেষবারের জন্য শ্রদ্ধা জানানো হয়েছে এই মিউজিক ভিডিওটির মাধ্যমে। ভিডিয়োটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল ভক্তেরা। আজ দুই দিনের মাথায় সেই ভিডিয়োর ভিউয়ার্সের সংখ্যা পৌছাল ১.২ মিলিয়নে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sonali Phogat : অভিনয় থেকে রাজনীতি, এক ঝলকে দেখে নিন সোনালির যাত্রা...


প্রয়াত বিজেপি নেত্রী এবং বিগ বসের প্রতিযোগী সোনালিকে এই ভিডিয়োতে দেখা যাবে এক রাজনৈতিক ক্ষমতাধারী নেত্রীর ভূমিকায়। গানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাহিল সাঁধু এবং প্রযোজনার দায়ভার ছিল দীপ সিসাইয়ের হাতে। নোনু রানার গলায় গোটা গানটিকে ভীষণ পছন্দ করেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে অভিনেত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা এবং ভালবাসা দুই উজাড় করে দিয়েছেন অনুরাগীরা। অনেকে লিখেছেন, 'এই গানটিই বলে দিচ্ছে আপনি সমস্ত দিক থেকে কতখানি সফল ছিলেন'। কেউ কেউ আবার তাকে স্মরণ করে লিখেছেন, 'আপনি সর্বদা আমাদের মনে থেকে যাবেন'।


 



আরও পড়ুন: Sonali Phogat Death: জোর করে সোনালির মুখে ড্রাগ মেশানো ড্রিঙ্ক ঢেলে দিচ্ছে সুধীর, প্রকাশ্যে CCTV ফুটেজ


উল্লেখ্য, সোমবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সোনালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। বিগ বস সিজন ১৪-এ অংশগ্রহণ করেছিলেন সোনালি। সোমবার গোয়ায় ছিলেন বিজেপি নেত্রী। সেখানেই রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল থেকে জানানো হয় যে, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে সোনালিকে। সম্প্রতি, গোয়ার হোটেলের দুটি CCTV ফুটেজ পায় পুলিস। যার ভিত্তিতে অভিযোগ উঠেছিল গোয়ার হোটেলে আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই, গ্রেফতার করা হয়েছে ঐ দুই ব্যক্তিকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)