'ক্লিভেজ' টুইট প্রসঙ্গে এবার দীপিকার পাশে দাঁড়ালেন সোনম
বিভাজিকা প্রসঙ্গে বিরক্ত হয়ে মন্তব্যের পর দীপিকা পাডুকোন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তাঁর পাশে দাঁড়ালেন সোনম কপূর।
!['ক্লিভেজ' টুইট প্রসঙ্গে এবার দীপিকার পাশে দাঁড়ালেন সোনম 'ক্লিভেজ' টুইট প্রসঙ্গে এবার দীপিকার পাশে দাঁড়ালেন সোনম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/15/29208-deepikasonam.jpg)
ওয়েব ডেস্ক: বিভাজিকা প্রসঙ্গে বিরক্ত হয়ে মন্তব্যের পর দীপিকা পাডুকোন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তাঁর পাশে দাঁড়ালেন সোনম কপূর।
একটি সংবাদপত্রে তাঁর কুরুচিকর ছবি ছাপা নিয়ে বিরক্ত হয়ে দীপিকা টুইট করেন, "হ্যাঁ! আমি একজন মহিলা। আমার স্তন রয়েছে এবং বিভাজিকাও রয়েছে! কোনও সমস্যা আছে!!??" এমনিতে দীপিকার সঙ্গে বিশেষ বন্ধুত্ব না থাকলেও এই বিষয়ে দীপিকার পাশে দাঁড়িয়েছেন। তাঁর কাছ ঘটনা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
সোনম বলেন, "সবসময় আমাদের পণ্য হিসেবে দেখা হয়। চুমু খাওয়া হোক বা বিকিনি পরা, সবকিছুই খবর, সবকিছুই আলোচনার বস্তু। দীপিকার সঙ্গে যা হয়েছে, তা দুঃখজনক। এটা উচিত্ নয়। শুধু দীপিকার জন্য নয়, আমাদের সকলের জন্য আমার খারাপ লেগেছ। দীপিকা খুবই ডিপ্লোম্যাটিক। কিন্তু এই ঘটনায় ও বিরক্ত হয়ে আর চুপ থাকতে পারেনি।"
কাল দীপিকা টুইট করার পরই তাঁকে সমর্থন জানিয়েছেন, অর্জুন কপূর, অনুষ্কা শর্মা, করণ জোহর, নিমরত কউর।