ওয়েব ডেস্ক: মাথা ন্যাড়া করলেন সোনু নিগম। কলকাতার মৌলবীর ১০ লক্ষ টাকা ঘোষণার জবাব। লাউডস্পিকারে আজান বিতর্ক নিয়ে সোনুর টুইটে দেশ যখন তোলপাড়, তখন নতুন বিতর্ক নিয়ে হাজির হলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঠিক দুদিন আগে টুইট করে সোনু নিগম  জানান, লাউডস্পিকারে আজানের শব্দে ভোরবেলায় ঘুম ভাঙা তাঁর ইচ্ছাবিরুদ্ধ। তাই লাউডস্পিকারের মাধ্যমে জোর করে ধর্মপ্রচার তাঁর কাছে গুন্ডাগিরিরই নামান্তর। এই টুইটের পর থেকেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। তাবড় ফ্যান ভাগ হয়ে যান দুভাগে। টুইটারে ট্রোলড হল সোনু। সমালোচনার ঝড়ে কলকাতার মাইনরিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এস এল কাদরি দাবি করেন, সোনু নিগমকে ক্ষমা চাইতে হবে। মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরে সব ধর্মের মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইলে তিনি ১০ লক্ষ টাকা দেবেন। এর পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিকদের সামনেই মাথা ন্যাড়া করলেন সোনু।




সোনুর দাবি, তাঁর প্রতিবাদ ছিল উচ্চস্বরে আওয়াজ নিয়ে। জোরে শব্দ তাঁর কাছে গুণ্ডাগিরির সমতুল বলে লিখেছেন সোনু। সোনুর দাবি, টুইটে গুরদুয়ারা আর মন্দিরে লাউড স্পিকারের অপব্যবহার নিয়েও লিখেছিলেন তিনি। কিন্তু 'হল্লা মচেছে' শুধু আজান নিয়ে।


আরও পড়ুন- মোদী আসলে আডবাণীর বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, বাবরি কাণ্ডে মন্তব্য লালুপ্রসাদের