১৩ জুন পর্যন্ত পুলিস হেফাজতে সুরজ
জিয়া খান আত্মহত্যায় মূল অভিযুক্ত সুরজ পাঞ্চোলির আগামী ১৩ জুন পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল মুম্বই আদালত। তাঁর বিরুদ্ধে জিয়াকে ক্রমাগত হুমকি, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে। ভারতীয় সংবিধানের ৩০৬ ধারায় অভিযুক্ত সুরজকে গতকাল গ্রেফতার করে জুহু পুলিস।
জিয়া খান আত্মহত্যায় মূল অভিযুক্ত সুরজ পাঞ্চোলির আগামী ১৩ জুন পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল মুম্বই আদালত। তাঁর বিরুদ্ধে জিয়াকে ক্রমাগত হুমকি, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে। ভারতীয় সংবিধানের ৩০৬ ধারায় অভিযুক্ত সুরজকে গতকাল গ্রেফতার করে জুহু পুলিস।
এ দিন সুরজকে নিজেদের হেফাজতে চেয়ে পুলিস আদালতকে জানায় তাদের হাতে জিয়া ও সুরজের লেখা পাঁচটি প্রেমপত্র রয়েছে। প্রেমপত্রগুলি আপাতত খতিয়ে দেখছে পুলিস। আত্মহত্যা করার দিন সুরজের সঙ্গে যেই হোটেলে জিয়া গিয়েছিলেন সেখানকার সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছে পুলিস। সুইসাইড নোট অনুযায়ী আত্মহত্যার দিন কয়েক আগে গর্ভপাত করিয়েছিলেন জিয়া। রিমান্ডে সেই কথাও আদালতকে জানিয়েছেন সরকারি আইনজীবী এ কে পচারনে। অন্যদিকে, সুরজের আইনজীবী জমির খান সওয়াল করেছেন সুইসাইড নোটে কোথাও সুরজের নাম উল্লেখ ছিল না। এমনকী কোথাও জিয়ার সইও ছিল না। তাঁর বক্তব্য, সুরজ কোনওদিনই জিয়ার সঙ্গে কোনও সম্পর্কে জড়াতে চাননি। কিন্তু জিয়াই ক্রমশ সুরজকে চাপ দিচ্ছিলেন। তাঁর মতে, জিয়ার ছোটবেলা থেকেই মানসিক সমস্যা ছিল। অনেকদিন ধরেই জিয়া অবসাদে ভুগছিলেন।
এখনও পর্যন্ত ২৩ জনের সাক্ষ্য রেকর্ড করেছে আদালত।