জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে কমিক চরিত্র রাপ্পা রায় নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। অবশেষে এবার বড়পর্দায় আসছে "রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম"। এবারে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের তৈরি কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন ও প্রান্তিক গায়েন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে শ্যুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়।
Add Zee News as a Preferred Source
ছবির আরও বেশ কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু, সৌরভ দাস, অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্য়ায়, লিজা গোস্বামী, দেবাশীষ দে, সব্যসাচী মন্ডল, জয়দীপ কুন্ডু, নন্দিনী চ্যাটার্জি ও অন্যান্যরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছুর মিশেল হতে চলেছে " রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম"।

আরও পড়ুন- Sunny Leone wedding: 'এই মুহূর্ত আজীবনের...', সানির বিয়েতে আমন্ত্রিত মাত্র ৫! কেন এত লুকোছাপা?
ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য ও রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়।
পরিচালক ধীমান বর্মন জানান "রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেক প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করব। ছবিতে রাপ্পার চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে আশা করছি দর্শকদের ভালো লাগবে"।

আরও পড়ুন- Sabyasachi Chakraborty: অসুস্থতা নয়, অন্য কারণে অভিনয় থেকে অবসর চান সব্যসাচী চক্রবর্তী...
ছবির সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি। ছবির শ্যুটিং হবে কলকাতা শহরে ও কলকাতার বাইরে। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং। "ধীমান বর্মন প্রোডাকশন" এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি "রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম"।
এই খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে সুযোগ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান প্রযোজক রাণা সরকার। সুযোগও পোস্টের বার্তা বাক্সে রাণার উদ্দেশ্যে পাল্টা লেখেন, “তুমি একটা করো না, আমি পরিচালনা করব”। সঙ্গে সঙ্গে প্রযোজকের জবাব, “ডান, চলো হয়ে যাক।” এবার প্রশ্ন তাহলে কি স্রষ্টা নিজেই এবার পরিচালনা করবেন রাপ্পা রায়ের আগামী ছবির।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)