নিজস্ব প্রতিবেদন :  এবছরটা সত্যিই যেন বিশে বিষ। ২০২০-তে  আমাদের একের পর এক তারকাকে হারাতে হয়েছে। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা পরিচালক কিম কি-দুক। কোরিয়ান সিনেমা তো বটেই, বিশ্বের চলচ্চিত্র ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডেলফি নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, ২০ নভেম্বর লাতভিয়ায় যান কিম। সেখানে একটি বাড়ি কেনার কথা ছিল, কান, বার্লিন এবং ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী এই পরিচালকের। তবে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক। তারপর আর শেষরক্ষা হল না। 


আরও পড়ুন-বলিউড অভিনেত্রীর রহস্য মৃত্যু, যোধপুর পার্কের বাড়ি থেকে উদ্ধার দেহ


শুক্রবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গোটা বিশ্বের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন বাংলার জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষ-সহ আরও অনেকেই।



COVID-19 strikes yet again.The South Korean master Kim Ki-duk, is gone at 59. His films might have made many of us...

Posted by Atanu Ghosh on Friday, 11 December 2020

'থ্রি আয়রন', 'ক্রোকোডাইল', 'টাইম', 'বার্ড কেজ ইন', 'কোস্ট গার্ড', 'ড্রিম', 'স্প্রিং-সামার-উইন্টার অ্যান্ড স্প্রিং' সহ বহু কালজয়ী ছবি উপহার দিয়েছেন কিম কি-দুক।


আরও পড়ুন-''ভীষণ প্রেম পাচ্ছে, কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না'', বললেন শ্রীলেখা