''ভীষণ প্রেম পাচ্ছে, কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না'', বললেন শ্রীলেখা

এই আবহাওয়াটাই যেন বড় বেশি রোমান্টিক করে তুলেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 11, 2020, 07:04 PM IST
''ভীষণ প্রেম পাচ্ছে, কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না'', বললেন শ্রীলেখা

নিজস্ব প্রতিবেদন : শহরে শীত এখনও সেভাবে জাঁকিয়ে পড়েনি। তবে বেশ কয়েকদিন ধরেই কুয়াশামাখা সকালে শীতের আমেজটা বেশ উপভোগ করা যাচ্ছে। এই আবহাওয়াটাই যেন বড় বেশি রোমান্টিক করে তুলেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। সম্প্রতি অভিনেত্রীর পোস্টে  সেকথাই উঠে এসেছে। 

ঘুম থেকে উঠে তাঁর আলস্য জড়ানো মন প্রেম করতে চাইছে। তবে প্রেমিক খুঁজে পাচ্ছেন না। আর সেকথাই দ্বিধা না করে সোজাসাপটা বলেই ফেললেন শ্রীলেখা। সকালবেলা ঘুম ভেঙে ওঠার পর আড়মোড়া ভাঙতে ভাঙতেই নিজের নো-মেকআপ লুকের একটি ছবি তুলে পোস্ট করে ফেলেছেন অভিনেত্রী। লিখেছেন, ''এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে। কিন্তু প্রেমিক পাচ্ছি না, সবই কপাল।''

আরও পড়ুন-হৃদরোগে আক্রান্ত, ICU-তে ভর্তি কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা

Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal

Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020

শ্রীলেখা মিত্র কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। মাঝেমধ্যেই বিভিন্ন কিছু পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি মেয়ের জন্মদিনের আগের রাতে 'টুম্পা' গানে নেচে ভাইরাল হয়েছিলেন শ্রীলেখা। আবার শুধু মজার পোস্টই নয়, সম্প্রতি শহরের এক গণধর্ষণ কাণ্ডেও সরব হয়েছেন শ্রীলেখা। 

আরও পড়ুন-বলিউড অভিনেত্রীর রহস্য মৃত্যু, যোধপুর পার্কের বাড়ি থেকে উদ্ধার দেহ

.