`পরের বিয়েটা এখনই সেরে ফেলুন` সামলোচনার মুখে শ্রাবন্তী
শাহিদের জন্মদিনে শুভেচ্ছা জানান শ্রাবন্তী
নিজস্ব প্রতিবেদন: সবে সবে ৩৯-এ পড়লেন শাহিদ কাপুর। বলিউড অভিনেতার জন্মদিনে তাঁর ছবি আঁকা টিশার্ট পরে ক্যামেরার সামনে পোজ দেন মীরা রাজপুত থেকে শুরু করে মিশা, জৈন কাপুররা। শাহিদের জন্মদিনে বলিউড তারকাদের পাশাপাশি শুভেচ্ছা জানান টলিউড অভিনেত্রী শ্রাবন্তীও।
আরও পড়ুন : দিল্লির হিংসায় আইবি অফিসারের মৃত্যুর পর ট্যুইট, ফের কুতসিত আক্রমণের মুখে স্বরা
শাহিদের জন্মদিনে ছবি শেয়ার করে ট্যুইট করে শ্রাবন্তী। সেখানে তিনি লেখেন,শাহিদ তাঁর বরাবরের ভাল লাগার মানুষ। শ্রাবন্তীর ওই ট্যুইট দেখে পালটা রিট্যুইটও করেন শাহিদ। পাশাপাশি টলিউড অভিনেত্রীকে ধন্যবাদও জানান তিনি।
দেখুন....
এ পর্যন্ত সব ঠিকই ছিল।
শাহিদকে ক্রাশ বলে উল্লেখ করায় অভিনেত্রীকে নিয়ে মজা করতে শুরু করেন অনেকে। কেউ ওজন নিয়ে কটাক্ষ করেন তাঁকে। আবার কেউ বলতে শুরু করেন, পরবর্তী বিয়েটা এবার শ্রাবন্তী তাহলে সেরেই ফেলুন। যদিও সমালোচনা ও কটাক্ষের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।