সোমবার বিশেষ বিমানে দুবাই থেকে ফিরবে অভিনেত্রীর নিথর দেহ
সোমবার শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লে শ্মশানে। সোমবার সকালে মুম্বই এসে পৌঁছবে প্রয়াত অভিনেত্রীর নিথর দেহ।
Updated By: Feb 25, 2018, 10:04 PM IST
![সোমবার বিশেষ বিমানে দুবাই থেকে ফিরবে অভিনেত্রীর নিথর দেহ সোমবার বিশেষ বিমানে দুবাই থেকে ফিরবে অভিনেত্রীর নিথর দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/25/110378-180225083427-01-sridevi-bollywood-exlarge-169.jpg)
নিজস্ব প্রতিবেদন: সোমবার শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লে শ্মশানে। সোমবার সকালে মুম্বই এসে পৌঁছবে প্রয়াত অভিনেত্রীর নিথর দেহ। রবিবার রাতেই দেহ আনা হবে বলে প্রথমে জানা গিয়েছিল। কিন্তু, হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তা সম্ভব হবে না। আরব আমিরশাহী কর্তৃপক্ষের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ বজায় রেখে চলেছে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।
এদিকে অভিনেত্রীকে শেষবারের মতো দেখতে ইতিমধ্যেই নাকি শ্রীদেবীর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন তাঁর ভক্তরা।