নিজস্ব প্রতিবেদন : অবশেষে ক্ল্যাপস্টিক হাতে ময়দানে নেমে পড়লেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। পুনরায় শুরু হয়ে গেল 'শাবাশ মিঠু'র (Shabaash Mithu) কাজ। তাঁর সঙ্গী অভিনেত্রী তাপসী পান্নু এবং টিমের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'শাবাশ মিঠু'র (Shabaash Mithu) শ্যুটিং শুরুর কথা বৃহস্পতিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ময়দানে নেমে সৃজিতের অকপট স্বীকারোক্তি, 'টেস্ট ম্যাচগুলি অনেক বেশি চ্যালেঞ্জিং!' 


আরও পড়ুন-'ফাঁসানো হচ্ছে', কাঁদলেন পরীমণি, অভিনেত্রীর পোশাক নিয়ে আদালতে তুলকালাম



আরও পড়ুন-পরিচালক প্রেমিকের সঙ্গে জঙ্গলের তাঁবুতে শ্রুতি, গান ধরলেন পর্দার 'নোয়া'


প্রসঙ্গত, ভারতী মহিলা দলের ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক 'শাবাশ মিঠু'র (Shabaash Mithu)  পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। এখবর অবশ্য বেশ পুরনো। ছবির কাজে বেশ কিছুদিন ধরেই মুম্বইতেই রয়েছেন পরিচালক। এর আগে এক সাক্ষাৎকারে সৃজিত বলেন, ক্রিকেট তাঁর প্যাশান। তাই ক্রিকেট নিয়ে বায়োপিক বানানোটা তাঁর কাছে একটা বিশেষ অনুভূতি। 


প্রসঙ্গত, 'শাবাশ মিঠু' বায়োপিকে অভিনয়ের জন্য অভিনেত্রী তাপসী পান্নু Taapsee Pannu অবশ্য বহুদিন আগে থেকেই ব্যাট-বল হাতে ক্রিজে নেমে পড়েছিলেন। ধীরে ধীরে বায়োপিকের জন্য নিজেকে তৈরি করেছেন। প্রথম দিকে এই ছবিটির পরিচালনা করার কথা ছিল পরিচালক রাহুল ঢোলাকিয়ার (Rahul Dholakia)। ছবির শ্যুটিং তবে মাঝপথে তিনি এই ছবিটি থেকে সরে দাঁড়ান। পরে ছবির নতুন পরিচালক হিসাবে নাম জুড়ে যায় সৃজিতের। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)