শাহরুখের বাজি কাজলের চোখেই, টুইট কিং খানের

পাঁচ বছর পর পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি। তাও আবার বলিউডের ইতিহাসে সবথেকে বড় ব্লকবাস্টার দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের সিকোয়েলে। ছবির নাম দিলওয়ালে। ছবির গানের শুটিং সেরে নস্টালজিক হয়ে পড়েন শাহরুখ। বাজিগরের কালি কালি আঁখে থেকে মাই নেম ইজ খানের তেরে নয়না, কাজলের সঙ্গে গান মানেই শাহরুখের কাছে ম্যাজিকাল এক্সপেরিয়েন্স।

Updated By: Aug 27, 2015, 03:28 PM IST
 শাহরুখের বাজি কাজলের চোখেই, টুইট কিং খানের

ওয়েব ডেস্ক: পাঁচ বছর পর পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি। তাও আবার বলিউডের ইতিহাসে সবথেকে বড় ব্লকবাস্টার দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের সিকোয়েলে। ছবির নাম দিলওয়ালে। ছবির গানের শুটিং সেরে নস্টালজিক হয়ে পড়েন শাহরুখ। বাজিগরের কালি কালি আঁখে থেকে মাই নেম ইজ খানের তেরে নয়না, কাজলের সঙ্গে গান মানেই শাহরুখের কাছে ম্যাজিকাল এক্সপেরিয়েন্স।

শাহরুখ টুইট করে নিজের অনুভূতি,

এই সুযোগে আমরাও ফিরে দেখে নিই শাহরুখ-কাজলের সেইসব ম্যাজিকাল গান

ইয়ে কালি কালি আঁখে-বাজিগর(১৯৯২)

তুঝে দেখা তো ইয়ে জানা সনম-দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে(১৯৯৫)

লড়কি বড়ি অনজানি হ্যায়-কুছ কুছ হোতা হ্যায়(১৯৯৮)

সুরজ হুয়া মধ্যম-কভি খুশি কভি গম(২০০১)

তেরে নয়না...মাই নেম ইজ খান(২০১০)

মাই নেম ইজ খান ছবিতেই শেষবার একসঙ্গে পর্দায় এসেছিলেন শাহরুখ-কাজল। রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালে মুক্তি পাচ্ছে আগামী ১৮ ডিসেম্বর।

 

.