Subhashree Ganguly, Durga Puja 2022, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'বছর কোভিড পরিয়ড পার করে এবছর ফের দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছিল আপামর বাঙালি। তবে আনন্দ যেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না। সপ্তমী, অষ্টমী, নবমী, পুজোটা কেমন যেন হুট করেই শেষ হয়ে গেল। তবে বিদায় বেলাতেও আনন্দের শেষটুকু চেটেপুটে নিলেন সকলে। বাদ গেলেন না সেলেবরাও। ছেলে ইউভান আর স্বামী রাজকে নিয়ে পুজোতে জমিয়ে আনন্দ করেছেন, দশমীর দিনও দেবীবরণ, সিঁদুর খেলার পর ঢাকের তালে কোমর দোলালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরনে লাল ট্রাডিশনাল গর্জাস শাড়ি, গা ভর্তি সোনার গয়না, মাথায় জুঁই ফুলের মালা দিয়ে খোঁপা করা দেবীবরণ করতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ইউভানকে কোলে নিয়ে তখন মণ্ডপের সামনেই দাঁড়িয়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী। দেবীবরণ শেষে ছেলে কোলেই ঢাকের তালে কোমর দোলালেন অভিনেত্রী। সঙ্গ দিলেন স্বামী রাজ চক্রবর্তী। সেই ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। এদিন রাজ-শুভশ্রীর পুত্র ছোট্ট ইউভানকেও ঢাক বাজাতে দেখা গিয়েছে। আবার কখনও বোনের গালে সিদুর লাগিয়ে দিতে দেখা গিয়েছে দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিজয়ার এমনই কিছু মুহূর্ত সামনে এনেছেন রাজ। আবার এই পুজোয় ইউভানকে সঙ্গে নিয়ে রাজের সঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপেও যেতে দেখা গিয়েছে শুভশ্রীকে। 


আরও পড়ুন-সঙ্গে বাবা-মা এবং স্বামী, ট্রাডিশনাল সাজে মল্লিক বাড়ির পুজোয় কোয়েল







আবার দুই গাল লাল সিঁদুরে রাঙিয়ে বিজয়ার ছবি পোস্ট করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। লাল, সাদা গর্জাস লেহেঙ্গা চোলি, হাতে শাঁখা-পলা, সোনার গয়না, গলায় চোকার, সিঁথি সিঁদুরে রাঙিয়ে ছবি পোস্ট করেছেন নুসরত। ক্যাপশানে লিখেছেন, ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ..., প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেশ...শুভ বিজয়া। নুসরতের এই পোস্টের কমেন্টে শ্রাবন্তী লিখেছেন, 'সুন্দরী'। লাল ঢাকাই শাড়ি, সাদা ব্লাউজে গর্জাস সাজে সেজে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। নিজের মিউজিক ভিডিয়োর এক টুকরো অংশ পোস্ট করে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীও।





বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও। 



তবে শুধু শুভশ্রী, মিমি, নুসরত, শ্রাবন্তীরাই নন, এবার পুজোর আনন্দে মেতে উঠেছিলেন টলিপাড়়ার কমবেশি সব তারকাই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)