প্রদর্শনী, ছবি, সুচিত্রায় আচ্ছন্ন কলকাতা চলচ্চিত্র উত্‍সব

Updated By: Nov 12, 2014, 10:22 PM IST
প্রদর্শনী, ছবি, সুচিত্রায় আচ্ছন্ন কলকাতা চলচ্চিত্র উত্‍সব

কলকাতা চলচ্চিত্র উত্‍সব আচ্ছন্ন সুচিত্রা ম্যাজিকে। প্রয়াত মহানায়িকাকে সম্মান জানিয়ে তাঁর অভিনীত সিনেমার পাশাপাশি চলছে তাঁর ছবির প্রদর্শনীও। নন্দনে মহানায়িকার ছবি  দেখার  ভিড় ফের একবার প্রমাণ করছে তিনিই বাঙালীর চির দিনের গ্ল্যামার আইকন।

বিভিন্ন মুডে সুচিত্রা সেন। কখনও গ্ল্যামারাস মহানায়িকা, কখনও বা শুধুই ছোট্ট মুনমুনের মা। চলচ্চিত্র উত্সব উপলক্ষে সুচিত্রা সেনের দুষ্প্রাপ্য ছবির প্রদর্শনী চলছে গগনেন্দ্র প্রদর্শনশালায়। মহানায়িকার অনেক না দেখা ছবি প্রদর্শনীতে দিয়েছেন মেয়ে মুনমুনও।  

প্রতি বছরের মতো এবারও ১০ নভেম্বর শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

 

.