নিজস্ব প্রতিবেদন: 'পথের পাঁচালী' থেকে সাস্প্রতিক ছবি 'অভিযাত্রিক', অপুর কাহিনী বারবার উঠে এসেছে বড়পর্দায়। 'পথের পাঁচালী' ছবিতে অপু ও দুর্গার সম্পর্ক আজও মনে গেঁথে আছে সিনেপ্রেমীদের। সেই নস্টালজিয়া উসকে দিচ্ছেন পরিচালক সুমন মৈত্র। তাঁর আগামী ছবি 'আমি ও অপু'। সোমবার প্রকাশ পেল সেই ছবির টিজার। সত্যজিত রায়ের জন্মশতবর্ষে এই ছবির মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন পরিচালক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে সুমনের মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'দশমী'। সেই ছবি মুক্তির দীর্ঘদিন পর সুমন তৈরি করতে চলেছেন এই ছবি। দশমীতে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও কোয়েল মল্লিক। এবার একেবারে অন্য স্বাদের সাহিত্য নির্ভর ছবি নিয়ে হাজির হবেন পরিচালক। পল্লবী চট্টোপাধ্যায়,দেবাশীষ মিত্র,রতন সাহা,শতদীপ সাহা নিবেদিত এই ছবিটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে তৈরি হচ্ছে। ছবিতে অভিনয় করছেন ইশান রানা,প্রকৃতি পূজারী,আনন্দ এস চৌধুরী,সুশীল শিকারিয়া,ধ্রুব দেবনাথ,সৌমিত্র ঘোষ,অশোক গাঙ্গুলি, পার্থ মুখোপাধ্যায়,অমৃতা হালদার,প্রদীপ বিশ্বাস, আরাত্রিকা গুহ সহ অন্যান্যরা।


নিশ্চিন্দিপুরের বাসিন্দা অপু ও দুর্গা। নিম্নমধ্যবিত্ত পরিবারের দুই ভাইবোন নিজেদের জগতেই মগ্ন। তাঁদের সুখ দুঃখের গল্প ফুটে উঠবে এই ছবিতে। রঙিন নয়, এই ছবি হবে সাদা কালো। অপু দুর্গার ছোটবেলার কাহিনী ফুটে উঠবে এই ছবিতে। খুব শীঘ্রই মুক্তি পাবে 'আমি ও অপু'।


আরও পড়ুন: Valentines Day 2022: অসুস্থ শরীরে ৪ ঘণ্টার জার্নি, ভ্যালেন্টাইনস ডে-তে স্বর্ণেন্দুকে সারপ্রাইজ শ্রুতির



Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App