এখনও খোঁজ পায়নি বিহার পুলিস, কোথায় আছেন রিয়া চক্রবর্তী?
তাই সবকিছুই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে।''
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তীর খোঁজ পায়নি বিহার পুলিস। বিহার পুলিসের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পান্ডে এবিষয়ে জানান, ''এখনও পর্যন্ত এই মামলা প্রাথমিক পর্যায়েই রয়েছে। সবকিছুই নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। আমরা রিয়ার এখনও খোঁজ পাইনি। রিয়া এই মামলা বিহার থেকে মুম্বইয়ে আনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তাই সবকিছুই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে।''
তবে এর আগে বিহার পুলিসের এক আধিকারিক ANI-কে জানিয়েছিলেন, ''রিয়া আমাদের নজরদারিতে রয়েছে। ''
আরও পড়ুন-সুশান্ত-রিয়াকে নিয়ে ছবি বানানোর কথা ছিল, পরিচালক রুমি জাফরিকে জেরা বিহার পুলিসের
#WATCH: Bihar Police personnel probing #SushantSinghRajput death case leave in an auto-rickshaw after visiting Bandra Police Station.
On being asked if they'll question #RheaChakraborty, Inspector Kaisar Alam says, "It is not needed right now. She is under our watch." pic.twitter.com/JdGUEaJLfN
— ANI (@ANI) August 1, 2020
এদিকে শনিবারই বিহার পুলিসের তদন্তকারী দল কুপার হাসপাতলে সুশান্তের ময়নাতদন্ত সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। তবে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত সংক্রান্ত কোনও তথ্যই তাঁদের দেননি বলে খবর।
Bihar Police team visited Cooper Hospital in Mumbai seeking #SushantSinghRajput's postmortem report but could not get the information: Bihar Police Sources
— ANI (@ANI) August 1, 2020
Mumbai: Bihar Police personnel probing #SushantSinghRajput death case leave after visiting Bandra Police Station.
Inspector Manoranjan Bharti (in grey shirt) says, "Mumbai Police is cooperating, they are helping." pic.twitter.com/VHZyD90DSw
— ANI (@ANI) August 1, 2020
প্রসঙ্গত এর আগে মুম্বই পুলিসের তরফে জানানো হয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথাই বলা হয়েছে। প্রসঙ্গত বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সহ অনেকেই সুশান্তের দেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের কথায়, সুশান্তের বাড়ির কাছাকাছি লীলাবতি হাসপাতাল এবং আরও অনেক হাসপাতালই রয়েছে। তা সত্ত্বেও অনেক দূরে কেন কুপার হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল?
আরও পড়ুন-''অঙ্কিতা সঙ্গে থাকলে সুশান্তের এই পরিণতি হত না'' একথা প্রসঙ্গে কী বললেন অঙ্কিতা?