ধোনি-কন্যা জিভার সঙ্গে সুশান্ত, অঙ্কিতা, ভাইরাল ছবি
অঙ্কিতা লোখন্ডের সঙ্গে দেখা যায় সুশান্তকে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
![ধোনি-কন্যা জিভার সঙ্গে সুশান্ত, অঙ্কিতা, ভাইরাল ছবি ধোনি-কন্যা জিভার সঙ্গে সুশান্ত, অঙ্কিতা, ভাইরাল ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/23/257384-sushant-ziva-ankita.jpg)
নিজস্ব প্রতিবেদন : এম এস ধোনি-র বায়েপিকে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। সেই কারণেই সুশান্তের মৃত্যুর পর ভেঙে পড়তে দেখা যায় ধোনিকে।
জানেন কি ধোনির বায়োপিকে অভিনয়ের আগে তাঁর বাড়িতে অঙ্কিতে লোখন্ডেকে নিয়ে হাজির হন সুশান্ত সিং রাজপুত। ধোনি-কন্যা জিভা ধোনির সঙ্গে দেখা করে, তাকে আদর করতে দেখা যায় সুশান্তকে। অঙ্কিতাকে পাশে নিয়ে ওইদিন সুশান্তের মুখে যে হাসির রেখা দেখা যায়, তা দেখলে চোখে জল এসে যাবে অনেকেরই।
আরও পড়ুন : করণ, যশরাজ, সলমনকে বয়কটের দাবিতে একজোট ৪০ লক্ষ মানুষ!
২০১৫ সালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জিভা ধোনির সঙ্গে ছবি শেয়ার করেন সুশান্ত সিং রাজপুত। অঙ্কিতাকে সঙ্গে নিয়ে জিভাকে কোলে নিতে দেখা যায় সুশান্তকে। কাই পো চে অভিনেতার মৃত্যুর পর এবার সেই ছবি ভাইরাল হতে শুরু করেছে অন্তর্জালে।