নিজস্ব প্রতিবেদন : অঙ্কিতা লোখন্ডের সঙ্গে বিচ্ছেদর পর কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত সিং রাজপুত। কৃতির সঙ্গে রবতা-পর সুশান্তের বিচ্ছেদও হয়ে যায় বলে শোনা যায়। তবে কী কারণে কৃতির সঙ্গে সুশান্তের বিচ্ছেদ হয়, সে বিষয়ে কিছু জানা না গেলেও, প্রাক্তনের মৃত্যুতে মুষড়ে পড়েন অভিনেত্রী। সুশান্তের শেষকৃত্যেও হাজির হন কৃতি শ্যানন। শুধু তাই নয়, সুশান্ত চলে গিয়েছেন ঠিকই, সেই সঙ্গে তাঁর হৃদয়ের একটি অংশ নিয়ে গিয়েছেন বলেও মন্তব্য করতে শোনা যায় অভিনেত্রীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুশান্তের মৃত্যু, মুখ খুললেন ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার


এবার সেই কৃতি শ্যননের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের একটি ছবি ভাইরাল হল। যেখানে কৃতির সঙ্গে সুশান্তকে ক্রিস্টমাস সেলিব্রেট করতে দেখা যায়। যে ছবি এবং ভিডিয়ো সামনে আসার পরই, তা ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুত এবং কৃতি শ্যাননের মুখেও দেখা যায় তৃপ্তির হাসি।


দেখুন...


 



এদিকে সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। অঙ্কিতা লোখন্ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। তবে কৃতিকে পুলিস জিজ্ঞাসাবাদ করবে কি না, সে বিষয়ে জানা যায়নি কিছু।