আদরের ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে শেষ কথা বলার অংশ শেয়ার করলেন সুশান্তের দিদি
দিদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সুশান্ত
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![আদরের ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে শেষ কথা বলার অংশ শেয়ার করলেন সুশান্তের দিদি আদরের ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে শেষ কথা বলার অংশ শেয়ার করলেন সুশান্তের দিদি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/27/264645-sus-ith-di.jpg)
নিজস্ব প্রতিবেদন : ৯ জুন দিদি শ্বেতা সিং কৃতির সঙ্গে কথা বলেন সুশান্ত সিং রাজপুত। শ্বেতা দিদির সঙ্গে শেষ কথা বলার সময় সুশান্ত জানান, তাঁর মার্কিন মুলুকে দিদির কাছে তাঁর যেতে ইচ্ছা করছে খুব। কিন্তু ৯ জুন দিদির সঙ্গে কথা বলার ৫ দিনের মধ্যেই নিজের জীবন শেষ করে দেন এসএসআর। আদরের ভাইয়ের সঙ্গে ৯ জুনের সেই সেষ কথপোকথন শেয়ার করলেন সুশান্তের দিদি শ্বেতা শিং কৃতি।
আরও প়়ড়ুন : 'এটাই আমার শেষ ভিডিয়ো', রাজনৈতিক নেতার বিরুদ্ধে তোপ দেগে আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর
দেখুন...
নিজের ফেসবুক হ্যান্ডেলে ভাইয়ের সঙ্গে শেষ কথা বলার মুহূর্ত শেয়ার করেন শ্বেতা সিং কৃতি। যা দেখে চোখ ছলছলিয়ে ওঠে প্রয়াত অভিনেতার ভক্তদের।
আরও প়়ড়ুন : সুশান্তের বিষয়ে মহেশ ভাটের সঙ্গে রিয়ার আলোচনা! পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে পুলিস
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়ার পর এবার করণ জোহরের ম্যানেজার এবং মহেশ ভাটকে জিজ্ঞসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে মুম্বই পুলিস। জানা যাচ্ছে, মহেশ ভাটের সঙ্গী সুহিত্রা দাসের ফেসবুক পোস্টের জেরেই এবার সংশিল্ষট পরিচালককে পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।