''আমাকে আরও আগে ডাকা হলে হয়ত সুশান্ত বেঁচে যেতেন'' মন্তব্য চাবিওয়ালার

''ওই দিন সুশান্তের ঘরে যাঁরা ছিলেন, তাঁদের কাউকে দেখেই ভীত বলে আমার মনে হয়নি।'' দাবি চাবিওয়ালা রফিকের।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 3, 2020, 04:52 PM IST
''আমাকে আরও আগে ডাকা হলে হয়ত সুশান্ত বেঁচে যেতেন'' মন্তব্য চাবিওয়ালার

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঘরের লক ভেঙেছিলেন তিনিই। অভিনেতার মৃত্যুর কথা মনে করে মানসিক চাপের কারণে দুপ্তাহ দোকান খুলতে পারেননি বলে জানালেন সেই চাবিওয়ালা রফিক। যদি তাঁকে দরজা খোলার জন্য আরও আগে ডাকা হত, তাহলে হয়তবা অভিনেতার জীবন বেঁচে যেত। এমনটাই মনে করছেন চাবিওয়ালা রফিক।

সুশান্ত মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই চাবিওয়ালা রফিককে জিজ্ঞাসাবাদ করেছে CBI। Zee নিউজকে রফিক জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন, সুশান্ত মৃত্যুর ঘটনায় সত্য প্রকাশ্যে আসবেই। তাঁর কথায়, ''সুশান্ত অবশ্যই বিচার পাবেন, আমিও ওনার অনুরাগী, কাই পো চে, কেদারনাথ দেখেছি। আমার বারবার মনে হচ্ছে, যদি আমাকে ওইদিন আরও আগে ডাকা হত, তাহলে হয়তবা সুশান্ত বেঁচে যেতেন। তবে ওই দিন সুশান্তের ঘরে যাঁরা ছিলেন, তাঁদের কাউকে দেখেই ভীত বলে আমার মনে হয়নি।''

আরও পড়ুন-'ড্যাড এর জন্য মাদক চাই', সৌমিকের হোয়াটসঅ্যাপের এই 'ড্যাড' কে? ফের জেরা রিয়ার বাবাকে

রফিকের কথায়, ''এই মাসে একইভাবে আরও একটি বাড়ির তালা ভাঙতে আমায় ডাকা হয়েছিল। ঘরের ভিতর থেকে এক বৃদ্ধ ব্যক্তি দরজা বন্ধ করে দিয়েছিলেন। সৌভাগ্যক্রমে এক্ষেত্রে ওনাকে বাঁচানো গেছে। ১৪ জুনের পর থেকে আমার জীবন বদলে গেছে। ওই দিনটি আমি হয়ত ভুলতে পারবো না। আমায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন মনে হচ্ছে, ওইদিন আমাকে চাবি ভাঙতে না ডাকা হলেই ভালো হত। এই ঘটনার পর মানসিক চাপে দুপ্তাহ দোকান খুলতে পারিনি।''

আরও পড়ুন-'ভিতর থেকে কোনও আওয়াজ এলেই লক ভাঙা বন্ধ করে দিও', এমনটাই বলা হয়েছিল, দাবি চাবিওয়ালার

.