নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের স্মৃতি সংরক্ষণ করবে পরিবার। প্রয়াত অভিনেতার পাটনার রাজীব নগরের বাড়িতে তৈরি করা হবে সুশান্তের স্মৃতিতে একটি মোমারিয়াল। যেখানে সুশান্তের বই, টেলিস্কোপ-সহ তাঁর প্রিয় জিনিস রাখা হবে সংগ্রহ করে। ওই মেমোরিয়ালে সুশান্তের প্রিয় এক হাজারের মতো বই সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে টিকটক স্টার সিয়ার আত্মহত্যার? কী বলল পুলিস


এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যর পর রিয়া চক্রবর্তী থেকে সিদ্ধার্থ পিটানি, রোহিনী আইয়ার কিংবা সন্দীপ সিং-দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। পাশাপাশি বলিউডের হাই প্রোফাইল প্রযোজকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই যশরাজ ফিল্মস তাদের সঙ্গে সুশান্তের চুক্তির প্রতিলিপি পুলিসের কাছে দাখিল করেছে বলে খবর। 


আরও পড়ুন : ভারতীয় সেনার উপর চিনের নির্লজ্জ আক্রমণ, চিনা পণ্য বয়কটের ডাক কঙ্গনার


অন্যদিকে সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হলেও, প্রাক্তন অঙ্কিতা লোখন্ডেকে পুলিস ডাকবে কি না, সো বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।