ওয়েব ডেস্ক: গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে ফের সুজান খান বিয়ে করছেন। তবে পাত্র টি কে জানেন? সূত্রের খবর, হৃত্বিকের খুব কাছের বন্ধুর সঙ্গেই বিয়ে করতে চলেছেন ক্রিশের প্রাক্তন স্ত্রী।

একসময় হৃত্বিক-সুজান বলিউডের সবচেয়ে সুখী জুড়ি ছিলেন। হঠাতই দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্কের চিড়। ২০১৪ মে, হৃত্বিক-সুজানের বিবাহ বিচ্ছেদ হয়।

তবে অনেকদিন থেকেই কখন অর্জুন রামপালের সঙ্গে সুজানের ঘনিষ্ঠতা, আবার হৃত্বিকের সঙ্গে কঙ্কনা রানাওয়াতের ফিল্মি সম্পর্কি নিয়ে চলছিল বলিউডে মুখোরচক গালগপ্পো। কিন্তু সরকারি ভাবে এই সম্পর্ক নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেনি। তবে এবার কি সুজান দ্বিতীয় ইনিংসে ছাদনাতলায় ব্যাট করতে নামবেন? সেটাই এখন দেখার।

English Title: 
Sussanne Khan to marry ex-husband Hrithik Roshan’s friend?
News Source: 
Home Title: 

হৃত্বিকের বন্ধুকে বিয়ে করছেন সুজান খান?

হৃত্বিকের বন্ধুকে বিয়ে করছেন সুজান খান?
Yes
Is Blog?: 
No