ভিন্ন ধর্মে বিয়ে, সুষমা আক্রমণের পাল্টা জবাব স্বরার
সোশ্যাল মিডিয়ায় বলিউড সেলিব্রিটিদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। নিত্যদিনই কোনও না কোনও কারণে কিছু নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় তাঁদের। তবে এবার নেটিজেনদের আক্রমণের শিকার হতে হল খোদ কেন্দ্রীয়মন্ত্রী সুষমা স্বরাজকে। এবার সুষমা স্বরাজকে আক্রমণের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও বিশাল দাদলানি।
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় বলিউড সেলিব্রিটিদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। নিত্যদিনই কোনও না কোনও কারণে কিছু নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় তাঁদের। তবে এবার নেটিজেনদের আক্রমণের শিকার হতে হল খোদ কেন্দ্রীয়মন্ত্রী সুষমা স্বরাজকে। এবার সুষমা স্বরাজকে আক্রমণের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও বিশাল দাদলানি।
সম্প্রতি, উত্তরপ্রদেশের এক ভিন্ন ধর্মী দম্পতিকে পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে খোদ লখনউ-এর পাসপোর্ট আধিকারিকের কাছে অপমানিত হতে হয়। অভিযোগ, ওই দম্পতির একজন হিন্দু ও অন্যজন মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্যই তাঁরা পাসপোর্ট আধিকারিকের কাছে অপমানিত হন। বিকাশ মিশ্রা নামে ওই পাসপোর্ট আধিকারিক ওই মহিলার স্বামীকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরামর্শ দেন বলেও অভিযোগ। পরে পুরো ঘটনা অভিযোগ আকারে লিখে তা ওই দম্পতি টুইটারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেন। আর এরপরেই লখনউ-এর আধিকারিককে বদলি করে দেওয়া হয়। পুরো ঘটনার পর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইটারে নেটিজেনদের আক্রমণের স্বীকার হতে হয়। তাঁর বিরুদ্ধে নিম্নমানের ভাষা ব্যবহারও করা হয়।
আরও পড়ুন-আইফায় মুগ্ধ করলেন রেখা, ফিরিয়ে নিয়ে গেলেন মুঘল-ই-আজমের দুনিয়ায়
Biased decision #ISupportVikasMishra shame on you mam...is it effect of your islamic kidney??
— Indra Bajpai (@bajpai_indra) June 22, 2018
She is almost dead woman as she runs on only one kidney (borrowed from some one else ) and any time that can stop working .
— Capt Sarbjit Dhillon (@dhillonsarbjit2) June 22, 2018
If you do your duty you are questioned, if you don't you are perfect that's India under so called pro- Hindu rule #IStandWithVikasMishra
— Author Jyoti#पंडिताइनउवाचः (@jyotitiwari05) June 21, 2018
Unfollowed @SushmaSwaraj today
Sacrificing an honest officer to boost your secular quotient is simply unacceptable
— Rishi Bagree (@rishibagree) June 23, 2018
যদিও ঘটনার বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তিনি বিদেশ সফরে থাকাকালীনই ঘটনাটি ঘটে। আর এবিষয়ে তিনি বিশেষ কিছুই জানেন না।
I was out of India from 17th to 23rd June 2018. I do not know what happened in my absence. However, I am honoured with some tweets. I am sharing them with you. So I have liked them.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 24, 2018
তবে খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে এধরনের আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।
It is SICK and SHAMEFUL the kind of vicious trolling @SushmaSwaraj ji is being subjected to because she & her ministry did their job conscientiously & as per the law of our land. Sad that the anti minority hate by bhakts in our public discourse now doesnt spare their own leaders pic.twitter.com/h4HfFkgr9m
— Swara Bhasker (@ReallySwara) June 24, 2018
Jai ho. The one amongst them, who has been working with compassion & without discrimination. Naturally, they couldn't handle it. The least we citizens can do, is tell Ms. @SushmaSwaraj ji that we appreciate her work. Thanks for rising above the atmosphere of petty hatred, Ma'am! https://t.co/pc25NQEbkj
— VISHAL DADLANI (@VishalDadlani) June 25, 2018
আরও পড়ুন-ভারতকে গর্বিত করেছিলেন যে বাঙালি, 'গোল্ড' শোনাবে তাঁরই গল্প