'নারীর ওপর পুরুষের অধিকার' মন্তব্যে 'কবীর সিং'-এর পরিচালককে আক্রমণ তাপসীর
এবার 'কবীর সিং' পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গার মন্তব্যের জবাব দিলেন নিজের স্টাইলে।
নিজস্ব প্রতিবেদন:তিনি একটু ঠোঁটকাটা, বি-টাউনে এভাবেই পরিচিত তাপসী পন্নু। সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশার মোড়কে প্রায়ই সত্যি কথাটা বলতে ছাড়েন না অভিনেত্রী। এবার নারীর উপর পুরুষের অধিকার নিয়ে 'কবীর সিং'-এর পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গার বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন তাপসী।
কিছুদিন আগেই 'কবীর সিং' ছবির পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গার একটি মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছিল। কবীর সিং দেখে অনেকেই বলেছিলেন পুরুষের ঔদ্ধত্য ও নারীর ওপর তাঁর অধিকারকে প্রকট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। সিনেমায় কিয়ারা আডবাণীরকে শাহিদের বার বার চড় মারা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। এই প্রসঙ্গে সন্দীপ বলেন, "প্রেমিক-প্রেমিকা যদি পরপস্পরকে গভীরভাবে ভালবাসে, তবে তাদের একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে আমি দোষের কিছু দেখি না। যদি ভালবাসার মানুষটিকে স্পর্শ করার, চড় মারার অধিকার না থাকে তবে সেটা ভালবাসা নয়।"
আরও পড়ুন: ওয়েদার রিপোর্টার থেকে গোয়েন্দা, শান্তিলাল কি পারবেন 'প্রজাপতি রহস্য'র সমাধান করতে?
টুইটারে সন্দীপের সেই বক্তব্যের কিছুটা ব্যাঙ্গ করেই জবাবই দিয়েছেন তাপসী। ট্যুইটারে একটি খবর শেয়ার করেন তিনি যেখানে বলা হয়েছে এক ব্যক্তি তাঁর প্রেমিকার মাথায় আঘাত করেছেন তাঁর চরিত্রের জন্য। তাপসী লেখেন, "সম্ভবত তাঁরা একে অপরকে গভীরভাবে ভালবাসতেন। এই ঘটনার মাধ্যমে হয়ত তাঁদের ভালবাসা প্রমাণিত হয়।"
Or maybe let’s just say they were madly in love with each other n this ‘act’ was to validate his TRUE love for her. https://t.co/BGmhA7XHyM
— taapsee pannu (@taapsee) 15 July 2019
তাপসীর এই ট্যুইট নিয়েও অবশ্য অনেকেই সমালোচনা শুরু করেছেন। তাদের উদ্দেশেও তাপসী পাল্টা কমেন্ট করেছেন। তাঁর দাবি, শুধুমাত্র মজার ছলেই ট্যুইট করেছেন তিনি। যাঁরা বিষয়টি বুঝতে পারছেন না তাদের এই নিয়ে মাথা ঘামাতেও বারণ করেছেন।
Just imagine , if this was tweeted by @vivekoberoi . By this time he would have been forced to seek an Apology from whole women community of this universe ! Because he can’t use sarcasm , that’s reserved for some elite intellectual!
— Sumit (@sumitsaurabh) 15 July 2019
itni frustration kiu hai apko behen
— ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ (@firkey_) 15 July 2019
Statutory warning: people with no sense of sarcasm kindly ignore me n my tweet. Thank you , it was nice not knowing you https://t.co/OhIeOd6ZYf
— taapsee pannu (@taapsee) 15 July 2019
প্রসঙ্গত, সন্দীপের বক্তব্য নিয়ে নেটিজেনদের অনেকেই নিন্দা করলেও কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেলকে অবশ্য তিনি পাশে পেয়েছিলেন। রঙ্গোলির মতে 'গলি বয়' ছবিতে আলিয়ার চরিত্রটি অনেক বেশি হিংস্র ছিল। তখন কেউ সমোলোচনা করেননি। কবীর সিংয়ের সমালোচকদের 'অশিক্ষিত নারীবাদী' বলেও আক্রমণ করেছিলেন রঙ্গোলি।
আরও পড়ুন-নাইট ক্লাবে শাহরুখ কন্যা সুহানার উদ্দাম নাচ, ভাইরাল ভিডিয়ো