হৃত্বিক, অক্ষয়, সলমনদের নিয়ে এসব কী বললেন তপসি পান্নু!
ম্যাথিয়াস বো-এর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন না তপসি
![হৃত্বিক, অক্ষয়, সলমনদের নিয়ে এসব কী বললেন তপসি পান্নু! হৃত্বিক, অক্ষয়, সলমনদের নিয়ে এসব কী বললেন তপসি পান্নু!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/11/22/219985-tapsi-akshay-hritwik.jpg)
নিজস্ব প্রতিবেদন: বেবি হোক কিংবা পিঙ্ক কিংবা হালফিলের মিশন মঙ্গল, ষান্ড কি আঁখ, আস্তে হলেও বি টাউনে ক্রমশ নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে শুরু করেছেন তপসি পান্নু। বলিউডের এই প্রতিভাময়ী অভিনেত্রী সম্প্রতি মুখ খোলেন সংবাদমাধ্যমের সামনে।
আরও পড়ুন : সদ্য়োজাতকে নিয়ে বান্ধবীর সঙ্গে সংসার, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল অর্জুনের
সেখানে তিনি বলেন, ভবিষ্যতে যে মানুষের সঙ্গে তিনি সংসার পাততে চান, তাঁর মধ্যে দেখতে চান হৃত্বিক রোশনের সেক্স অ্যাপিল, সলমন খানের ব্যাঙ্ক ব্যালান্স, শাহরুখ খানের মস্তিষ্ক, অক্ষয় কুমারের মতো হাস্যরসবোধ। শুধু তাই নয়, তাঁর স্বপ্নের মানুষকে রণবীর সিংয়ের মতো ঝকঝক তকতকে হতে হবে বলেও দাবি করেন তপসি।
আরও পড়ুন : ক্যামেরার সামনে এক নাগাড়ে চুম্বন, ভাইরাল রাজ-শিল্পার ভিডিয়ো
শোনা যায়, বেশ কয়েক বছর ধরে ম্যাথিয়াস বো-এর সঙ্গে ডেট করছেন তপসি পান্নু। যদিও নিজেদের সম্পর্ককে সব সময় ক্যামেরার আলোর বাইরেই রাখতে চেয়েছেন তপসি এবং ম্যাথিয়াস। মাঝে মধ্যে তাঁদের একসঙ্গে ডিনার ডেটে দেখা গেলও, নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা। এবার কি তপসি এবং ম্যাথিয়াস বিয়ের পিঁড়িতে বসবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা।
বর্তমানে রকেট রেশমি, থাপড়, তড়কা নামে পরপর ৩টি সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত তপসি পান্নু। তবে বেবি-তে অক্ষয় কুমারের বিপরীতে এবং পিঙ্ক-এ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নেন তপসি।