দ্বিতীয় বিয়ে নিয়ে আক্রমণ, 'খ্যাতির বিড়ম্বনা, নাকি সামাজিক ব্যাধি?' প্রশ্ন Tahsan-র
এই পরিস্থিতিতে নিলয়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক, তথা অভিনেতা তাহসান রহমান খান (Tahsan Rahman Khan)।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![দ্বিতীয় বিয়ে নিয়ে আক্রমণ, 'খ্যাতির বিড়ম্বনা, নাকি সামাজিক ব্যাধি?' প্রশ্ন Tahsan-র দ্বিতীয় বিয়ে নিয়ে আক্রমণ, 'খ্যাতির বিড়ম্বনা, নাকি সামাজিক ব্যাধি?' প্রশ্ন Tahsan-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339024-image-453908-1628932690.jpg)
নিজস্ব প্রতিবেদন : গত ৭ জুলাই চুপিসাড়েই দ্বিতীয় বিয়ে সারেন বাংলাদেশের (Bangladesh) মডেল, অভিনেতা নিলয় আলমাগীর। আর দ্বিতীয় বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই বিড়ম্বনায় নিলয়। নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হল তাঁকে। গোটা ঘটনায় হতাশ অভিনেতা ফেসবুকের পাতায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক, তথা অভিনেতা তাহসান রহমান খান (Tahsan Rahman Khan)।
দ্বিতীয় বিয়ে নিয়ে ট্রোলিংয়ের মুখে ক্ষোভ উগরে দিয়ে নিলয় আলমাগীর লেখেন, ''কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি , ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই। নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করসেন আবার বউ এর সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা বিয়ের পর একা ছবি কেনো। আমার বিড়াল এর সাথে ছবি দিলাম সেটাও সমস্যা।'' কিছুটা মজা করে নিলয় আরও লিখেছেন, ''এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছিনা। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাইবো।''
আরও পড়ুন-'কী কুৎসিত আমরা',পরীমণির পাশে Badhon, 'ও সুবিচার পাক', বললেন Mithila
নিলয়ের এই পোস্ট নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে তাঁর সমর্থনে সুর চড়ান বাংলাদেশের জনপ্রিয় গায়ক, তথা অভিনেতা তাহসান রহমান খান (Tahsan Rahman Khan)। যিনি কিনা বর্তমানে সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী। ট্রোলারদের বিরুদ্ধে তোপ দেগে লেখেন, ''প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?'' তাহসান লেখেন, 'নিলয়ের জন্য আমার খারাপ লাগছে'।
প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশের মডেল, অভিনেত্রী আনিকা কবীর শেখকে বিয়ে করেছিলেন নিলয় আলমাগীর। তবে বিয়ের কয়েক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। সম্প্রতি অর্থনীতির ছাত্রী তসনুভা হৃদিকে বিয়ে করেছেন নিলয়। এদিকে ২০১৭ সালে অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) সঙ্গে তাহসান খানের (Tahsan Rahman Khan) ১১ বছরের দাম্পত্য জীবন ভেঙে গিয়েছিল। তবে বিচ্ছেদের পরও সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাহসান-মিথিলা। তাঁদের একমাত্র মেয়ে আইরাকেও মাঝে-মধ্যে বাবা তাহসানের কাছে গিয়ে থাকতে দেখা যায়। যদিও ভালো আর মন্দ কোনও ক্ষেত্রেই সমালোচকের অভাব হয়না। প্রাক্তন তাহসান-মিথিলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও তাঁদের বহুবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হয়েছে।