সন্তানদের জন্মদিনের পার্টিতে বিপুল আয়োজন, করণ জোহরের বাড়িতে যেন তারার মেলা
যশ-রুহির জন্মদিনে হাজির হন বলিউডের তাবড় তারকারা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![সন্তানদের জন্মদিনের পার্টিতে বিপুল আয়োজন, করণ জোহরের বাড়িতে যেন তারার মেলা সন্তানদের জন্মদিনের পার্টিতে বিপুল আয়োজন, করণ জোহরের বাড়িতে যেন তারার মেলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/07/233148-kran-johaaaar.jpg)
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে ৩ বছরে পা দিল যশ-রুহি। করণ জোহরের যমজদের জন্মদিনে বিপুল আয়োজন করেন বলিউডের জনপ্রিয় পরিচালক। পাশাপাশি যশ-রুহির জন্মদিনে হাজির হন (Bollywood) বলিউডের তাবড় তারকারা। সন্তানদের সঙ্গে নিয়েই করণের পার্টিতে হাজির হন তাঁরা।
আরও পড়ুন : ২৬ বছরের ছোট অঙ্কিতাকে বিয়ের পর প্রকাশ্যে মিলিন্দের ন্যুড ফটোশ্যুট, দেখুন
করণ জোহরের অতিথিদের তালিকায় ছিলেন (Kareena Kapoor Khan) করিনা কাপুর খান, (Soha Ali Khan) সোহা আলি খান, (Shah Rukh Khan) শাহরুখ খান-রা। (Taimur) তৈমুর, ইনায়া, আব্রামদের সঙ্গে নিয়ে বি টাউনের প্রথম সারির তারকারা যখন করণের যমজের জন্মদিনের পার্টিতে পৌঁছন, তখন ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।
আরও পড়ুন : ২৬ বছরের ছোট অঙ্কিতাকে বিয়ের পর প্রকাশ্যে মিলিন্দের ন্যুড ফটোশ্যুট, দেখুন
যশ-রুহির জন্মদিনের পার্টিতে তৈমুরকে দেখা যায় কখনও ড্রাম বাজাতে, আবার কখনও দেখা যায় বনের রাজা সিংহ সেজে সবাইকে ভয় দেখাতে। অন্যদিকে সোহা-কন্যা ইনায়াকেও দেখা যায় জন্মদিনের ধুনে কোমর দোলাতে। তারকা সন্তানদের পাশাপাশি করিনা, সোহাদেরও দেখা যায় এক্কেবারে পার্টির মুডে। তবে সবটাই ছিল ছোটদের সঙ্গে তাল মিলিয়ে। সবকিছু মিলিয়ে করণ জোহরের যমজ সন্তান যশ-রুহির জন্মদিনের পার্টি ছিল একেবারে তারকা ঝলমলে এবং শানদার।