নিজস্ব প্রতিবেদন : ‘হর্ন ওকে প্লিস’-এর সেটে নানা পাঠেকর তাঁর যৌন হেনস্থা করেছেন। সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেন ‘আশিক বানায়া আপনে’ অভিনেত্রী। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠতে শুরু করেছে বি টাউনের বিভিন্ন অংশে। নানা বিতর্কে গণেশ আচার্য, সামি সিদ্দিকির নাম ওঠার পর এবার জড়াল অক্ষয় কুমারের নামও।তবে সেটা এক্কেবারে অন্যরকমভাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সাংবাদিকদের মুখোমুখি হন অক্ষয় কুমার। যেখানে ৯ বছর পর করিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার খবরে কেমন লাগছে বলে প্রশ্ন করা হয়। সেখানে অক্ষয় বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি সেখানে বসেননি। অন্যদিন অন্য কোনও সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে যেন তাঁকে প্রশ্ন করা হয়, সেই কথাও বলেন অক্ষয়। কিন্তু, বলিউড ‘খিলাড়ি’-র ওই উত্তরকে এক্কেবারে অন্যরকমভাবে সাজিয়ে ইউটিউবে আপলোড করা হয়।


আরও পড়ুন : সলমন খান সম্পর্কে এ কী বললেন তনুশ্রী?


যেখানে দেখানো হয়, তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। যার উত্তরে অক্ষয় বিষয়টি এড়িয়ে যান এবং অন্য কোনওদিন উত্তর দেবেন বলে জানান। ওই ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়। যা নিয়ে প্রবল আপত্তি জানান অক্ষয়।


তিনি বলেন, তনুশ্রী দত্ত এবং নানা পাঠেকর বিতর্কে তাঁর অন্য প্রশ্নের উত্তর জুড়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অক্ষয় কুমারের মুখপাত্র সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন। কে বা কারা অক্ষয় কুমারের ভিডিও বিকৃত করে তা ইউটিউবে আপলোড করেছেন, সে বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস প্রশাসনও।


আরও পড়ুন : সম্পত্তির 'লোভে' অনুপ জালোটার সঙ্গে লিভ ইন জ্যাসলিনের? বিস্ফোরণ


দেখুন সেই ভিডিও...


 



তবে ইউটিউব থেকে ইতিমধ্যেই অক্ষয় কুমারের সেই ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, ইউটিউব থেকে বিষয়টি সরিয়ে দেওয়ার পরও অক্ষয় যেন কিছুতেই দমছেন না। কে বা কারা ওই কীর্তি করেছেন, তা এবার প্রকাশ্যে আনতে চাইছেন বলিউড ‘খিলাড়ি’।


আরও পড়ুন : মোনালিসার বোল্ড ফটোশুট, ইন্টারনেটে ঝড়


এদিকে নানা পাঠেকর বিতর্কের রেশ শেষ হতে না হতেই সলমন খানের নাম উঠে এল তনুশ্রীর মুখে। যেখানে সলমন খান ‘ভগবান’ নন এবং বিগ বসের ঘর ‘স্বর্গ’ নয় বলে মন্তব্য করেন তনুশ্রী। পাশাপাশি সলমন খানের বিগ বসের ঘরে যাওয়ার জন্য তিনি প্রকাশ্যে এস্টে চাইছেন বলে যাঁরা ভাবছেন, তাঁরা ভুল করছেন বলেও স্পষ্ট জানান বলিউডের বাঙালি অভিনেত্রী।