জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: #MeToo থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বারবারই অভিনেত্রী তনুশ্রী দত্ত(Tanushree Dutta) অভিযোগের আঙুল তোলেন অভিনেতা নানা পাটেকরের দিকে। ফের একবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী। তিনি লিখেছেন, যদি আমার সঙ্গে কিছু হয় তাহলে তার জন্য দায়ী হবে মিটু-তে অভিযুক্ত নানা পাটেকর(Nana Patekar), তাঁর আইনজীবী আর তাঁর বলিউড মাফিয়া বন্ধুরা। তবে তাঁর কী হতে পারে, কেন এই কথা বলছেন অভিনেত্রী তা স্পষ্ট করেননি তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিটু মুভমেন্টের সময়ে তনুশ্রী লিখেছিলেন যে, কীভাবে বলিউডে যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। তাঁর প্রতিবাদ করার কারণেই ছবির কাজ কমে যায় তাঁর। সম্প্রতি তনুশ্রী লেখেন যে, 'খুব খারাপভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। দয়া করে কেউ কিছু করুন। প্রথমত আমার একটি বলিউডের ছবি কেড়ে নেওয়া হয়, তারপর আমার এক পরিচারিকা আমায় জলের সঙ্গে মিশিয়ে দেয় স্টেরয়েড যা থেকে আমার নানাবিধ অসুখ দেখা দেয়। এরপর আমি উজ্জয়নে পালিয়ে যাই, সেখানে আমার গাড়ি দুর্ঘটনা ঘটে। কোনওরকমে মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। এখন আবার আমার আবাসনে নানা ধরনের অদ্ভুত কাণ্ডকারখানা ঘটছে।'


আরও পড়ুন: Actor Death: ফের শোকের ছায়া ছোটপর্দায়, প্রয়াত মহাভারত-খ্যাত অভিনেতা


শুক্রবার তনুশ্রী লেখেন, ‘যদি আমার সঙ্গে কিছু ঘটে তাহলে তারজন্য দায়ী থাকবেন নানা পাটেকর, তাঁর আইনজীবী ও তাঁর বলিউড মাফিয়া বন্ধুরা। কে এই বলিউডের মাফিয়ারা? এঁরা হলে তাঁরা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যাঁদের নাম জড়িয়েছিল। প্রসঙ্গত এঁদের সকলের আইনজীবী একই ব্যক্তি। তাঁদের ছবি দেখবেন না। তাঁদের পুরোপুরি বয়কট করুন। ইন্ডাস্ট্রির অনেকে, বেশ কিছু সাংবাদিক আমার নামে ফেক নিউজ বানাচ্ছে। পিআর প্রফোশনালরাও রয়েছে এই কাণ্ডে। তাঁদের সকলকে ধাওয়া করুন। তাঁদের জীবন নরক করে তুলুন কারণ তাঁরা আমায় চূড়ান্ত হেনস্থা করছে। আইন হয়তো আমাকে ন্যায় বিচার দিতে পারবে না কিন্তু আমার বিশ্বাস রয়েছে এই দেশের জনগণের উপর। জয় হিন্দ। আবার দেখা হবে।’


আরও পড়ুন: Sonu Sood Property: ১৩০ কোটির সম্পত্তি! সোনু সুদের আয়ের উৎস অভিনয় নয়...


কেন হঠাৎ এই কথা লিখলেন অভিনেত্রী? সে বিষয়ে কিছু খোলসা করেননি তিনি। প্রসঙ্গত কিছুদিন আগেই তনুশ্রী জানান যে তিনি নানাভাবে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। হেরে যাওয়ার পাত্রী তিনি নন। তিনি লেখেন, 'কান কুলে শুনে নাও আত্মহত্যা করব না আমি। আমি ছেড়ে কোথাও চলেও যাব না। আমি এখানেই থাকব আর আমার কেরিয়ার সেই উচ্চতায় পৌঁছব যেখানে আমি আগেও পৌঁছতে পারিনি। বলিউডের মাফিয়ারা, মুম্বইয়ের রাজনৈতিক কিছু নেতা, ক্রিমিনালরা এভাব বিরক্ত করে। আমি জানি যে মিটু ক্যাম্পেনে আমি যাঁদের বিরোধিতা করেছিলাম, যে এনজিও-র বিরুদ্ধে কথা বলেছিলাম, তারাই আমাকে হেনস্থা করছে।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)