Actor Death: ফের শোকের ছায়া ছোটপর্দায়, প্রয়াত মহাভারত-খ্যাত অভিনেতা

সূত্রের খবর, বিগত দু’বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রসিক দাভে। চলছিল তাঁর ডায়ালিসিস। গত একমাসে অবস্থা আরও খারাপ হতে থাকে অভিনেতার। যন্ত্রণা দিন দিন অসহ্য হয়ে উঠেছিল  অভিনেতার কাছে। তাঁর যন্ত্রণার অবসান হয় শুক্রবার ২৯ জুলাই। 

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jul 30, 2022, 12:51 PM IST
Actor Death: ফের শোকের ছায়া ছোটপর্দায়, প্রয়াত মহাভারত-খ্যাত অভিনেতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের এক দুঃসংবাদ, চলে গেলেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা রসিক দাভে(Rasik Dave)। শুক্রবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ অনেকদিনই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। শেষ দুবছর ধরে চলছিল ডায়ালিসিস। শনিবার মুম্বইয়ে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। টেশিভিশনের ঐতিহাসিক ধারাবাহিক মহাভারতে নন্দের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অভিনেতা। হিন্দি টিভি শোয়ের পাশাপাশি গুজরাটি নাটক ও গুজরাটি ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন রসিক।

সূত্রের খবর, বিগত দু’বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রসিক দাভে। চলছিল তাঁর ডায়ালিসিস। গত একমাসে অবস্থা আরও খারাপ হতে থাকে অভিনেতার। যন্ত্রণা দিন দিন অসহ্য হয়ে উঠেছিল  অভিনেতার কাছে। তাঁর যন্ত্রণার অবসান হয় শুক্রবার ২৯ জুলাই। রসিকের স্ত্রী কেতকী দাভেও ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। রসিক ও কেতকীর দুই সন্তান বর্তমান।

আরও পড়ুন: Sonu Sood Property: ১৩০ কোটির সম্পত্তি! সোনু সুদের আয়ের উৎস অভিনয় নয়...

একতা কাপুরের ধারাবাহিক কিউকিঁ সাস ভি কভি বহু থি বদলে দিয়েছিল ছোটপর্দায় ধারাবাহিকের সংজ্ঞা। যুগান্তকারী এই ধারাবাহিকে দক্ষার চরিত্রে অভিনয় করেছিলেন কেতকী। নেগেটিভ চরিত্রে, গুজরাটি অ্যাকসেন্টে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। রসিকের পাশাপাশি তিনিও গুজরাটি থিয়েটার ও গুজরাটি ছবির অন্যতম জনপ্রিয় মুখ। রসিক ও কেতকীর একটি থিয়েটার সংস্থাও রয়েছে। ১৯৮২ সালে গুজরাটি ছবি পুত্রবধূ দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কেতকী।

আরও পড়ুন: Chumki Chowdhury: টলিউডে স্বজনপোষণ! প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি নিয়ে মুখ খুললেন চুমকি চৌধুরী...

প্রয়াত অভিনেতা রসিক দাভে জনপ্রিয়তা পেয়েছিলেন টেলিভিশন সিরিজ মহাভারতের নন্দের চরিত্রে। ১৯৮০ সালে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকে প্রথম হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখেন রসিক। তবে শুধু মহাভারত নয়, সংস্কার ধারাবাহিকেও তাঁর চরিত্রটি বিশেষ নজর কাড়ে। এছাড়াও ২০০৬ সালে জনপ্রিয় ডান্স রিয়ালিটি শোয়ে একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন রসিক ও কেতকী।

আরও পড়ুন: Ranjit Mullick: ৪০ বছর পর শুভঙ্কর সান্যাল হয়ে পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন তাঁর ফ্যানেরা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গুজরাটি সিনেজগতে। কেউ সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, কেউ লিখেছেন তাঁকে সবাই মিস করবে, কেউ লিখেছেন তাঁর চলে যাওয়া গুজরাটি ছবির দুনিয়ায় অপূরণীয় ক্ষতি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.