নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড(Tele Academy Award)। বিভিন্ন ক্যাটেগরিতে সম্মানিত করা হল ছোটপর্দার অভিনেতাদের। তাঁদের হাতে পুরস্কার তুলে দিতে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), ফিরহাদ হাকিম(Firhad Hakim), অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী(raj Chakraborty) সহ আরও অনেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মঞ্চ থেকেই ভার্চুয়ালি টেলি অ্যাকাডেমির প্রশাসনিক ভবন ও চারটি স্টুডিও ফ্লোরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় দ১০ একর জমির উপর তৈরি হয়েছে এই কমপ্লেক্স, যা বানাতে খরচ হয়েছে ১৩২.৫ লক্ষ টাকা। শুটিং ফ্লোর থেকে শুরু করে শুটিংয়ের একাধিক সুবিধা রয়েছে এই কমপ্লেক্সে। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করে সাহেব চট্টোপাধ্যায় ও ইন্দ্রানী হালদার। টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে স্মরণ করা হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। 


এবছর বিভিন্ন বিভাগে সেরার সেরা হলেন কোন কোন অভিনেতা? 


সেরা শিশু অভিনেতা- মেঘন চক্রবর্তী (ফেলনা)
সেরা অভিনেত্রী- সৌমিতৃষা কুণ্ডু (মিঠাই)
                         সোনামণি সাহা (মোহর)
সেরা অভিনেতা- আদৃত রায় (মিঠাই)
                        প্রতীক সেন (মোহর)
সেরা অভিনেতা- দেবজ্যোতি রায়চৌধুরী (কপালকুন্ডলা)
(খল চরিত্র)        
সেরা অভিনেত্রী- উষসী চক্রবর্তী (শ্রীময়ী)
(খল চরিত্র)        
সেরা সহ অভিনেতা- টোটা রায়চৌধুরী (শ্রীময়ী)
                              বিশ্বজিৎ চক্রবর্তী (মিঠাই)
সেরা সহ অভিনেত্রী- আর্যা ব্যানার্জি (ফিরকি)
                              লাবনী ব্যানার্জি (ফেলনা)
সেরা জুটি- সৃজা গুহ ও শন ব্যানার্জি (মন ফাগুন)
                তৃণা সাহা ও কৌশিক রায় (খড়কুটো)
সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক- জি এন্টারটেইনমেন্ট
অসাধারণ প্রত্যাবর্তন- ঐন্দ্রিলা শর্মা
আজীবন অবদানের স্বীকৃতি- শকুন্তলা বড়ুয়া
মরণোত্তর বিশেষ কৃতি সম্মান- সৌমিত্র চট্টোপাধ্যায়
অনুপ্রেরণামূলক চরিত্র- সোলাঙ্কি রায় (গাঁটছড়া)
                                  ইন্দ্রানী হালদার (শ্রীময়ী)
                                  শ্বেতা ভট্টাচার্য (যমুনা ঢাকি)


আরও পড়ুন: Sidhu-Bhagwant Mann: কমেডি শোয়ে সিধু ছিলেন বিচারক ও ভগবন্ত মান প্রতিযোগী, ১৬ বছরে বদলে গেল চিত্রনাট্য


এদিনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন যে তিনি নিজেও সিরিয়াল দেখতে ভালোবাসেন। করোনাকালে মানুষ যখন গৃহবন্দী ছিল তখন এই ধারাবাহিকগুলোই মানুষের বাঁচার রসদ। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ধারাবাহিকের শুটিংয়ের জন্য যেকোনও সাহায্য করতে প্রস্তুত রাজ্য সরকার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)