The Kashmir Files:'দ্য কাশ্মীরি ফাইল' ঘিরে বাড়ছে উত্তাপ, পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে Y-ক্যাটেগরির নিরাপত্তা
সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদন: মুক্তির আগে থেকেই 'দ্য কাশ্মীরি ফাইল' (The Kashmir Files) ছবিটিকে ঘিরে বিতর্ক লেগে ছিল। মুক্তির পর সেই বিতর্ক আরও কয়েক গুন বেড়ে যায়। প্রশংসার পাশাপাশি, একাংশের সমালোচনার শিকারও হয়েছেন ছবিটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। এবার সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কার ওয়াই-ক্য়াটেগরির নিরাপত্তা (Y-category security) পেলেন তিনি।
সূত্রের খবর, দেশের যেখানেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) যাবেন সেখানেই তাঁর নিরাপত্তায় আট জন সুরক্ষাকর্মী মোতায়েন থাকবেন। যাদের মধ্য়ে দু'জন কম্য়ান্ডো থাকবেন। থাকবে পুলিসও। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে 'দ্য কাশ্মীরি ফাইল' (The Kashmir Files) ছবিটির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ছবিটিতে সত্য উন্মোচিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
অপর দিকে 'দ্য কাশ্মীরি ফাইল' (The Kashmir Files)-এর কড়া সমালোচনা করেন সমাজবাদী পার্টির নেতা অভিলেশ যাদব (Akhilesh Yadav took)। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানান, 'দ্য কাশ্মীরি ফাইল' (The Kashmir Files) ছবিটি তৈরি হলে, 'লখিমপুর ফাইলস'ও তৈরি হতে পারে। ছবিটির বিরুদ্ধে সরব হয়েছেন ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও।
১৯৯০-তে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া 'গণহত্যা'কে কেন্দ্র করে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ছবিটিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)।