Sayantika Banerjee: `ট্র্যাজেডি না কমেডি!`, প্রতিবাদ মঞ্চে গিটার বাজিয়ে ট্রোলড সায়ন্তিকা, সমালোচনায় জীতুও...
R G Kar Protest: সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হেঁটেছিলেন সায়ন্তিকা। সেই সময়ও কটাক্ষের মুখে পড়েন তিনি। এবার প্রতিবাদ মঞ্চে গিটার বাজিয়ে তুমুল কটাক্ষের মুখে অভিনেত্রী বিধায়ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর-কাণ্ডে (R G Kar Incident) এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা দেশ। পথে নেমেছেন সব পেশার, সব শ্রেনীর মানুষ। তবে মিছিলে নেমে সবচেয়ে বেশি ট্রোলড হয়েছেন টলিউডের (Tollywood) শিল্পীরা। কিছুদিন আগে শঙ্খ বাজিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এবার প্রতিবাদ মঞ্চে গিটার বাজিয়ে কটাক্ষের শিকার তৃণমূলের বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী-বিধায়কও।
আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বরাহনগরে পথ সভার আয়োজন করেছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিবাদ মঞ্চের উপর স্থানীয় মহিলাদের সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়কও। সেখান থেকেই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই মঞ্চে তখন মহিলারা সমবেত হয়ে গাইছেন ‘আগুনের পরশমণি’আর সেই গানে গিটারে সঙ্গত দিচ্ছেন সায়ন্তিকা।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হেঁটেছিলেন সায়ন্তিকা। সেই সময়ও কটাক্ষের মুখে পড়েন তিনি। এবার এই ভিডিও ভাইরাল হতেই বিধায়কের বিরুদ্ধে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। মন্তব্যে একজন লিখেছেন, ‘লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এরা সব কিছুর ঊর্ধ্বে।’ আবার কারোর মন্তব্য, ‘এটা অনেকটা ঋতুপর্ণার শঙ্খ বাজানোর মতো।’ অনেকের কটাক্ষ, ‘খেলা পেয়েছেন একটা। কোনও লজ্জা নেই আপনাদের।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)