জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপিতে যোগদান করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র(Rimjhim Mitra)। বিজেপির হয়ে নানা জায়গায় তাঁকে বক্তব্য রাখতেও দেখা গেছে। সেই রিমঝিম মিত্রকেই রবিবার দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ধরনা মঞ্চে। তাহলে কি তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dev on CBI raid: ‘দোষীদের শাস্তি হওয়া উচিত, কিন্তু...’ ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে দেব


অভিষেকের ধরনা মঞ্চ থেকেই রিমঝিম বলেন, ‘আজকে আমি কোনও রাজনৈতিক মঞ্চে আসছি, এরকম মনোভাব নিয়ে আসিনি। আপনি যেই দলের সদস্য হোন না কেন, যদি গরিব মানুষের টাকা যারা আটকে রাখে তাদের বিরুদ্ধে আওয়াজ না তুলতে পারেন, তাহলে তাদের আমি মানুষ বলব না। এখনও আমার মধ্যে কিছু মনুষ্যত্ব আছে, আমার বিবেক আমাকে এই মঞ্চে ডেকে এনেছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মঞ্চে উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা জানাই’।


মঞ্চে দেবাংশু বলেন যে রিমঝিম বিজেপির সঙ্গে ছিলেন। সেই প্রসঙ্গে রিমঝিম বলেন, ‘বিজেপি নিজেও কী জানে যে ওদের দলে আর কে আছে আর কে নেই? কারণ আমি যখন অ্যাক্টিভলি ঐ দলের জন্য তখন তখনকার প্রেসিডেন্টকে বলতে শুনেছি, ‘আচ্ছা ঐ অভিনেত্রী কি আমাদের সঙ্গে রয়েছেন?’ আমি যাদের নেতৃত্বে কাজ করছি, তাঁরাই যদি স্বীকৃতি না দেন, তাহলে কেন করছি?  আমি তো নেত্রী হতে যাইনি, কর্মী হিসাবেই কাজ করছি। আমি কারোর নেতৃত্বে কাজ করতে চাই, যে আমাকে সিনসিয়র কর্মী হিসাবে চিনবে। বিজেপির এই কনফিউশন দূর করতে অনেক সময় লাগবে। আমার মনে হয় না বিজেপি গরিব মানুষদের টাকার জন্য লড়াই করে তা নিয়ে আসতে পারবে কারণ তাঁরা অনেক ইস্যু নিয়ে ব্যস্ত।’


আরও পড়ুন- Salman Khan: রহস্যময়ীকে জড়িয়ে ভাইরাল ছবি! গোপনে বিয়ে করলেন সলমান?


বিজেপি প্রসঙ্গে রিমঝিম বলেন, ‘বাংলার বিজেপি কার নেতৃত্বে কাজ করবে, সেটা নিয়েই ব্যস্ত। ততক্ষণ গরিব মানুষদের টাকা যারা উদ্ধার করতে চাইছেন, সেই তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চাইব, যদি তাঁরা সুযোগ দেন। বিজেপির এজেন্ডা এখনও ক্লিয়ার নেই। আমি তো কাজ করেছি, আমি জানি। আমাদের বলে দেওয়া হত, রাজনৈতিক বিষয়ে যাওয়ার দরকার নেই, ব্যক্তিগত আক্রমণে চলে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শীর্ষস্থানীয় নেতাদের ব্যক্তিগত আক্রমণ করো। এটা কোনও পার্টির পলিটিক্যাল লাইন হতে পারে? আমার মতো কর্মীদের দিয়ে বারংবার এগুলো বলানো হয়েছে। আমার মতো অনেকেই মেনে নিতে না পেরে বেরিয়ে এসেছে’।


রিমঝিম আরও বলেন, ‘ব্যক্তিগত আক্রমণই যদি ওদের অ্যাডেন্ডা না হত তাহলে কেন পঞ্চায়েত নির্বাচনের পরেরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সমন পেলেন। কেন? ওদের ভাষায় মুদ্দা ঘোরানোর জন্য? বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার অনেক মানুষ ওদের হয়ে কাজ করতে গিয়েছিল, কিন্তু তারা বোকা নন। তারা মানুষ। তাই তারা আবার ঘুরে চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শীর্ষনেতৃত্ব অনুমতি দেন, তাহলে আমি আপনাদের সঙ্গে আছি।’ বক্তব্য শেষে জয় বাংলার ধ্বনি তোলেন অভিনেত্রী।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)