অনুষ্কার সঙ্গে অভিনয়ে 'না' বিরাটের

ইচ্ছে থাকলেও অনুষ্কার বিপরীতে অভিনয় করতে পারছেন না বিরাট। যশরাজের আগামী ছবিতে প্রেমিকা অনুষ্কার সঙ্গে অভিনয় করার কথা ছিল বিরাটের। কিন্তু সময় দিতে পারলেন না তিনি।

Updated By: Nov 26, 2014, 08:13 PM IST
অনুষ্কার সঙ্গে অভিনয়ে 'না' বিরাটের

ওয়েব ডেস্ক: ইচ্ছে থাকলেও অনুষ্কার বিপরীতে অভিনয় করতে পারছেন না বিরাট। যশরাজের আগামী ছবিতে প্রেমিকা অনুষ্কার সঙ্গে অভিনয় করার কথা ছিল বিরাটের। কিন্তু সময় দিতে পারলেন না তিনি।

প্রথমে এই ছবিতে অভিনয়ের কথা ছিল শাহরুখ খানের। তাঁর বদলে বিরাটকে নিতে চেয়েছিলেন আদিত্য চোপড়া। সেইমত বিরাটের সঙ্গে কথা বলেন রানি। কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন বিরাট। অবশেষে তিনি না করে দেন যশরাজের প্রস্তাবে।

আপাতত পিকে ছবির প্রচারে ব্যস্ত অনুষ্কা। আগামী বছর মুক্তি পাবে বম্বে ভেলভেট, দিল ধড়কানে দো ও তাঁর প্রযোজিত প্রথম ছবি এনএইচ টেন।

 

.