কর্নাটকে মুক্তি পাচ্ছে 'বিশ্বরূপম', কমলের পাশে রজনী

অনেক বিতর্কের পর অবশেষে রবিবার কর্নাটকে মুক্তি পাচ্ছে 'বিশ্বরূপম'। তবে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে এখনও অনিশ্চিত এই ছবির ভবিষ্যত। আজই কেরালার প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্ত পেয়েছে। এই ঘটনায় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তকে পাশে পেয়েছেন ছবিটির পরিচালক কমল হাসান।

Updated By: Jan 25, 2013, 03:11 PM IST

অনেক বিতর্কের পর অবশেষে রবিবার কর্নাটকে মুক্তি পাচ্ছে 'বিশ্বরূপম'। তবে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে এখনও অনিশ্চিত এই ছবির ভবিষ্যত। আজই কেরালার প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্ত পেয়েছে। এই ঘটনায় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তকে পাশে পেয়েছেন ছবিটির পরিচালক কমল হাসান।
ছবিটির মুক্তির জন্য নির্দিষ্ট পথ বের করতে মুসলিম সংগঠনগুলিকে অনুরোধ জানান রজনীকান্ত। ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করতেও আবেদন জানান তিনি। কমল হাসান প্রসঙ্গে তিনি বলেন, "কমল কোনও সাধারণ শিল্পী নন, তিনি তামিল চলচ্চিত্রকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারেন।"
গতকালই এক পিটিশনের ভিত্তিতে ২৮ জানুয়ারি পর্যন্ত তামিল নাড়ুতে ছবিটির প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট।
কমল হাসানের ৯৫ কোটি টাকা বাজেটের এই থ্রিলারটি আজ তামিলনাড়ুর ৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

.