রহস্যজনকভাবে খুন ইমরান হাসমির স্ত্রী, মর্গ থেকে উধাও মৃতদেহ

কে খুন করল ওই মহিলাকে, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন

Updated By: Nov 15, 2019, 04:54 PM IST
রহস্যজনকভাবে খুন ইমরান হাসমির স্ত্রী, মর্গ থেকে উধাও মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন: প্রথমে রহস্যজনকভাবে খুন। তারপর আরও রহস্যের মোড়ক জড়িয়ে উধাও হয়ে যায় ইমরান হাসমির স্ত্রীর মৃতদেহ। স্ত্রীর মৃতদেহ কীভাবে মর্গ থেকে উধাও হয়ে যায়, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইমরান হাসমিকে। কি ঝটকা লাগল তো শুনে?

আরও পড়ুন : একের পর এক বোল্ড ছবি, ইন্টারনেট কাঁপাচ্ছেন আমির-কন্যা ইরা
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। শুক্রবার মুক্তি পায় ঋষি কাপুর, ইমরান হাসমি এবং সবিতা ধুলিপালা অভিনিতি দ্য বডি-র ট্রেলার। সেখানেই ইমরান হাসমির স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবিতা ধুলিপালাকে। অন্যদিকে এই সিনেমায় ঋষি কাপুরকে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ঘটনার তদন্তকারী অফিসারের ভূমিকায়। যিনি গোটা ঘটনার তদন্তে নেমে নিজেই অবাক হয়ে যান। কে খুন করল ওই মহিলাকে, পাশাপাশি মর্গ থেকে কীভাবে ওই মহিলার মৃতদেহ হঠাত উধাও হয়ে যায়, তা নিয়ে খোঁজ শুরু করেন ঋষি কাপুর। শেষ পর্যন্ত কী রহস্যের সমাধান করতে পারবেন ঋষি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কারণ ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দ্য বডি।

আরও পড়ুন : ডিপকাট টপে নামের রাম, 'লাজলজ্জাহীন' বাণীকে নিষিদ্ধ করার দাবি

দেখুন দ্য বডি-র ট্রেলার...

এদিকে আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের মর্দানি টু-ও। ২০১৪ সালে মর্দানি মুক্তি পাওয়ার পর ৪ বছর পর ফের মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের সিনেমার সিক্যুয়েল।

.