নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় এবার তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে লড়াই করছেন সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। বাঁকুড়া বিধানসভায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যায়। বাঁকুড়ার (Bankura) বিদায়ী বিধায়ক শম্পা দরিপাকে ফের প্রার্থী করা হবে বলে জল্পনা থাকলেও, সেখানে সায়ন্তিকার (Sayantika Banerjee) নাম ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের একাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত ২০১৬ সালে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয় ভোটের ময়দানে নামে শম্পা দরিপা। ভোটে জেতার পরপরই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। শম্পা দরিপাকে এবার কেন প্রার্থী ঘোষণা করা হল না তৃণমূলের, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এরমধ্যেই শুক্রবার রাতে বিক্ষোভ দেখান শম্পা দরিপার অনুগামীরা।


আরও পড়ুন : WB assembly election 2021: Mamata-র সঙ্গে Suvendu-র তুলনা করায় কটাক্ষ আবীর পত্নী নন্দিনীর


অন্যদিকে সায়ন্তিকাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। সাধারণ মানুষের কথায়, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেনকে তাঁরা দেখেছেন। জয়ের পর মুনমুন সেনের আর নাগাল পাননি জেলার মানুষ। তাই এবার দলেরই ভূমিপুত্রদের প্রার্থী করা উচিৎ বলে মত প্রকাশ করেন স্থানীয় মানুষ। অন্যদিকে বিরোধীদের দাবি, বাঁকুড়া জেলায় তৃণমূল স্বচ্ছ ভাবমূর্তির তেমন কোনও মুখ দেখতে পাচ্ছে না। সেই কারণেই বাইরে থেকে তারকা প্রার্থী এনে তৃণমূলকে আসন ভরতে হচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।