নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফার ঘোষণায় দুটি আসনের প্রার্থী দিল বিজেপি। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)কে প্রার্থী করল গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে হিরণই হলেন বিজেপি ঘোষিত প্রথম তারকা প্রার্থী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 BJP প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর Zee ২৪ ঘণ্টাকে ফোনে হিরণ (Hiran Chatterjee) জানান, ''ভারতীয় জনতা পার্টি আমায় প্রার্থী করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমি খড়গপুর সদরের সমস্ত মানুষের আশীর্বাদ চাই। তাঁদেরকেও আমি ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি, যে সোনার বাংলা গড়ার স্বপ্ন আমরা দেখছি, তাতে খড়গপুর সদর থেকেও বিপুল সমর্থন পাবো। মানুষের ভালোবাসা, আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে যাব। আপনারা সকলে আশীর্বাদ করুন যেন আমি বাংলার মানুষের জন্য কাজ করতে পারি।'' খড়গপুর সদরের প্রার্থী হবেন এটা কী জানতেন? এপ্রশ্নের উত্তরে হিরণ বলেন, ''আমি কিছুই জানতাম না। আজ সকালেই আমি জানতে পারি। খুবই খুশি। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওই আসন থেকেই বিপুল ভোটে জিতেছিলেন। ওখান থেকেই বিজেপির পদ্মফুল ফুটেছিল। এই আসনটি আমায় দেওয়ার গর্বিত। আমি চাইব, এই সম্মান রাখতে।'' চ্যালেঞ্জটা কি বেড়ে গেল? হিরণের উত্তর, আমার একার চ্যালেঞ্জ তো নয়, এটা দলগত বিষয়। আমি ভারতীয় জনতা পার্টির সামান্য কর্মী। হার-জিত যেটা হবে তা ভারতীয় জনতা পার্টির হবে। তবে মানুষ পরিবর্তন চাইছেন। মানুষই সেই পরিবর্তন আনবেন।'' 


আরও পড়ুন-''বিবেকানন্দ কারোর সম্পত্তি নয়'' বিজেপির বাধায় কড়া জবাব Saayoni-র



দিলীপ ঘোষ বলেছিলেন, তারকা দিয়ে তৃণমূল কংগ্রেস বাজিমাত করতে চাইছে। আপনিও তো তারকা? এপ্রশ্নে হিরণের (Hiran Chatterjee) জবাব, ''আমি একেবারেই তারকা নেই। ছাত্রাবস্থা থেকেই রাজনীতি করেছি। পরে ২০১৪ থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে আসি। মাঠে ঘাটে নেমেই রাজনীতি করেছি। তারকা হিসাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই নি, সাধারণ কর্মী হিসাবেই এসেছি। তারপর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার করে চলেছি। যোগ দেওযার পর থেকে কিন্তু আমি একদিনও বসে নেই।'' কীভাবে তৈরি হচ্ছেন? হিরণ জানালেন, ''ওখানকার মানুষের সঙ্গে দেখা করব, সমস্যাগুলো বোঝার চেষ্টা করব। আমি ২০০ শতাংশ পজিটিভ আমি জিতব।''


প্রসঙ্গত, ২০১৬-র বিধানসভা ভোটে খড়গপুর সদর থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ। তবে পরে ২০১৯ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি ভোটে লড়েন ও জেতেন। দিলীপ ঘোষ খড়গপুর সদর বিধানসভা আসনটি ছেড়ে দেওয়ার সেখানে পুনর্নির্বাচন হলে ওই আসনটি তৃণমূলের দখলে আসে।