Amit Shah-র নামখানার সভায় BJPতে যোগ দিলেন Hiran

'অলক্ষ্মী বিদায়ই লক্ষ্য', বললেন হিরণ

Updated By: Feb 18, 2021, 02:23 PM IST
Amit Shah-র নামখানার সভায় BJPতে যোগ দিলেন Hiran

নিজস্ব প্রতিবেদন : জল্পনা ছিলই। তা সত্যি করে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ। নামখানায় অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন হিরণ। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের BJP সভাপতি দিলীপ ঘোষ। 

এই সিদ্ধান্তের কারণ কী? এই প্রশ্নে হিরণ জানান, আমি সাধারণ ঘরের ছেলে। সাধারমের দুঃখ কষ্ট বুঝি। আর রাজনীতি সমাজ এবং সিস্টেম পরিবর্তনের বিরাট বড় হাতিয়ার। হাতে ক্ষমতা না থাকলে ক্ষমতার অপপ্রয়োগ আটকানো যাবে না।' তিনি আরও বলেন '২০১৪-তে সেই স্বপ্ন নিয়েই একটা দলে যোগ দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কিছু হবে। বাংলার পরিবর্তন হবে, কিন্তু রাস্তায় শুধু নীল-সাদা রং ছাড়া আর কিছুই হয়নি। হতাশ হয়েছি, এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতেই যোগ দিতে যাচ্ছি। উন্নয়নের জন্য সর্বভারতীয় দলকেই ক্ষমতায় চাই।' 

শুধুমাত্র প্রচারের কাজেই তাঁর গ্ল্যামার, তাঁর পরিচিতিকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন হিরণ। কিন্তু তাঁর কথা শোনার সময় দলে কারোর হয়নি, দাবি এই অভিনেতার। তাঁর আশা, বিজেপির মতো সর্বভারতীয় দলে গিয়ে প্রকৃত অর্থে পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে। ভোটে লড়ারও ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপিই নেবে বলে জানান হিরণ।

একুশের মহারণের আগে এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম। টলিপাড়াতেও দলবদল ঘিরে। টলিপাড়াতেও বদলের ঝড়। গতকালই অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস সহ একঝাঁক তারকা গেরুয়া ব্রিগেডে সামিল হন। আর এবার, ফের ধাক্কা শাসক শিবিরে। তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। 

.