Vicky Kaushal: শ্যুটিং করতে গিয়ে মাফিয়াদের পাল্লায় ভিকি!

Vicky Kaushal: অনুরাগ কাশ্যপের সিনেমা গ্যাংস অফ ওয়াসিপুরে সহ-পরিচালকের ভূমিকায় কাজ করেছিলেন ভিকি কৌশল। এই কাজ করতে গিয়ে গুন্ডাদের হাতে মার অবধি খেয়েছেন ভিকি!

Updated By: Jul 23, 2024, 03:13 PM IST
Vicky Kaushal: শ্যুটিং করতে গিয়ে মাফিয়াদের পাল্লায় ভিকি!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ব্যড নিউজের সাফল্যে পর এখন খবরের শিরোনামে এখন একটাই নাম ভিকি কৌশল। আনন্দ তিওয়াড়ির পরিচালনায় এই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তৃপ্তি দিমড়ি এবং অ্যামি ভির্ক-কেও। প্রথম জীবনে অনুরাগ কাশ্যপের সিনেমা গ্যাংস অফ ওয়াসিপুরে সহ-পরিচালকের ভূমিকায় কাজ করেছিলেন ভিকি কৌশল। এই কাজ করতে গিয়ে গুন্ডাদের হাতে মার অবধি খেয়েছেন ভিকি! তন্ময় ভাটের সঙ্গে ইন্টারভিউতে হঠাত্‍ই কথার প্রসঙ্গে এরকমই একটি ঘটনার কথা বললেন নায়ক। ভিকি বলেন,'যে কয়লা চোরাচালান এর গল্প সিনেমাতে দেখান হয়, তা ছিল পুরোপুরি সত্যি। যখন অবৈধ পাচার কার্যের ভিডিও শ্যুট করা হচ্ছিল তখন আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। সেই প্রথমবার জন্য আমি উপলব্ধি করি যে এই চোরাচালানের কাজ রীতিমতো সকলের চোখের সামনেই হয়ে চলেছে। আর এতটাই স্বাভাবিকভাবে হচ্ছে বোঝাই যাচ্ছেনা এটা অবৈধ কাজ। দেখে মনে হচ্ছে যেন একটা ব্যবসা। সেখানে শুধু দুটো ট্রাক নয় ৫০০ টা ট্রাক দাঁড়িয়ে আছে।'

আরও পড়ুন: Jasmin Bhasin: লেন্স পরতেই চোখে ব্যথা, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী জেসমিন!

ভিকি কৌশল আরও বলেন,'আমরা ওনাদেরকে গোপনীয়তার সঙ্গেই শ্যুট করছিলাম, সেখানের ঘটনাস্থলে আমাদের চারপাশে আরও ৫০০ লোকজন উপস্থিত ছিল। আমাদের ক্যামেরার কাজ করছিলেন যিনি তাঁর বয়স ছিল প়ঞ্চাশোর্ধ। সেই লোকটি আমাদের ইউনিটকে ফোন করে বলছিল যে ক্যামেরা সময়মতো আসবে না কারণ আমরা এই মুহূর্তে একটি জরুরী কাজে আছি। ওনাকে ফোনে কথা বলতে শুনে সেখানকার এক ব্যক্তি ভাবেন যে তিনি হয়ত প্রভাবশালী কাওকে ফোন করছেন। সেই মুহূর্তে ঐ ব্যক্তি ক্যামেরাম্যানকে চড় মেরে তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আমাদের হুমকি দেয় যে তারা ক্যামেরা ভেঙে দেবে। আমাদের প্রত্যেককেই মারধরের হুমকি দেওয়া হয়। আমরা কোনোরকমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি।'

আরও পড়ুন: Rahat Fateh Ali Khan Arrest: কী কারণে দুবাইয়ে গ্রেফতার রাহাত ফতেহ আলি খান? পাকিস্তানি গায়ক বললেন...

গ্যাংস অফ ওয়াসিপুরের গল্প কয়লা মাফিয়া এবং তাদের ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই আবর্তিত হয়। ১৯৪১ থেকে ১৯৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতার লড়াই, রাজনীতি এবং প্রতিদ্বন্দ্বিতা তিন বিষয়কে কেন্দ্র করেই চলে মাফিয়া রাজনীতি। ছবিতে মনোজ বাজপেয়ী, রিচা চাড্ডা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠি এবং হুমা কুরেশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এই ছবিতে। এপিক ব্ল্যাক কমেডি ক্রাইম ফিল্মটি ২০১২ সালে দুটি অংশে মুক্তি পেয়েছিল।

ভিকি কৌশলের 'ব্যড নিউজ' সিনেমায় তাঁর অভিনীত অখিল চাড্ডা চরিত্রটি এই মুহূর্তে রীতিমত  জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এই সিনেমায় ভিকির অভিনয় এর থেকেও বেশী আলোচিত হয়েছে তার নাচের স্টেপ 'তৌবা তৌবা'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.