সারদাকাণ্ডে মমতাকে একযোগে আক্রমণ চিদম্বরম, অভিষেক মনু সিংভির

সারদাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করল কংগ্রেস। দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তুললেন, কেন সারদায় ক্ষতিগ্রস্তদের থেকে অভিযুক্তদের নিয়ে বেশি চিন্তিত মুখ্যমন্ত্রী? আর কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভির মতে, এখন টিএমসি মানে তৃণমূল মডেল চিট।

Updated By: Apr 26, 2014, 09:54 PM IST

সারদাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করল কংগ্রেস। দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তুললেন, কেন সারদায় ক্ষতিগ্রস্তদের থেকে অভিযুক্তদের নিয়ে বেশি চিন্তিত মুখ্যমন্ত্রী? আর কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভির মতে, এখন টিএমসি মানে তৃণমূল মডেল চিট।

একযোগে আক্রমণ,লক্ষ্য সারদা কাণ্ডে ও মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে চিদাম্বরম। কলকাতায় এআইসিসি-র মুখপাত্র অভিষেক মনু সিংভি।

সারদাকাণ্ডে চিদাম্বরমের স্ত্রীর নাম জড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জবাব দিলেন দেশের অর্থমন্ত্রী।

ভোটের মুখে ইডি-র তত্পরতা নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

এদিন সেটারও জবাব দিলেন চিদম্বরম।

আরও একধাপ এগিয়ে সারদাকাণ্ড নিয়ে রীতিমতো তোপ দাগলেন মনু সিংভি। তাঁর দাবি, যেখানেই দুর্নীতি সেখানেই যুক্ত হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের নাম।

তৃণমূল কংগ্রেসের নামটাও বদলে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

.