দ্বৈরথের বারাণসী: মোদী বনাম কেজরিওয়াল
এবারের লোকসভা ভোটে সবচেয়ে বড় ডুয়েল হতে চলেছে বারাণসী কেন্দ্রে। এই মুহূর্তে দেশের সবচেয়ে চর্চিত দুই চরিত্র মুখোমুখি লড়বেন। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বেনারস কেন্দ্রে লড়বেন অরবিন্দ কেজরিওয়াল। আপ প্রধান কেজরিওয়াল আগেই বলেছিলেন, মোদী যেখান থেকেই লড়ুন তিনি সেই কেন্দ্রে লড়বেন।
এবারের লোকসভা ভোটে সবচেয়ে বড় ডুয়েল হতে চলেছে বারাণসী কেন্দ্রে। এই মুহূর্তে দেশের সবচেয়ে চর্চিত দুই চরিত্র মুখোমুখি লড়বেন। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বেনারস কেন্দ্রে লড়বেন অরবিন্দ কেজরিওয়াল। আপ প্রধান কেজরিওয়াল আগেই বলেছিলেন, মোদী যেখান থেকেই লড়ুন তিনি সেই কেন্দ্রে লড়বেন। বারাণসীকে বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে মনে করা হয়, সেখান থেকে কেজরিওয়ালের লড়াইয়ের সিদ্ধান্তের পর সবার নজর এই কেন্দ্রে। তৃণমূল সহ অন্তত ৬টা বড় রাজনৈতিক দল এই কেন্দ্রে লড়ছে। কিন্তু মোদীর মূল প্রতিদ্বন্দ্বী কেজরিওয়ালই।
ভোট কবে-১২ মে
২০০৯ লোকসভার ফলাফল-
মুরলী মনোহর যোশী (বিজেপি)-২,০৩,১২২
মুকতার আনসারি (বিএসপি)-১,৮৫,৯১১
অজাই রাই (সমাজবাদী পার্টি)-১,২৩,৮৭৪
রাজেশ মিশ্র (কংগ্রেস)-৬৬,৩৮৬
ফলাফল-মুরলী মনোহর যোশী জয়ী ১৭,২১১ ভোটে।
কী কী বিধানসভা কেন্দ্র রয়েছে-
রোহানিয়া
বারাণসী
বারাণসী দক্ষিণ
বারাণসী ক্যান্টমেন্ট
শেভাপুরি
এবারের ভোটে কে এগিয়ে-
নরেন্দ্র মোদী।