শেষ দফার নির্বাচনে রাজ্যে মোতায়েন অতিরিক্ত ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনি

রাজ্যে পঞ্চম দফা নির্বাচনে আসছে অতিরিক্ত বাহিনী। শেষ দু-দফায় সন্ত্রাস নিয়ে বিরোধীদের অভিযোগের মুখে সক্রিয় হল কমিশন। বিরোধীদের দাবি মেনে পঞ্চম দফার নির্বাচনে অতিরিক্ত তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।

Updated By: May 9, 2014, 09:50 AM IST

রাজ্যে পঞ্চম দফা নির্বাচনে আসছে অতিরিক্ত বাহিনী। শেষ দু-দফায় সন্ত্রাস নিয়ে বিরোধীদের অভিযোগের মুখে সক্রিয় হল কমিশন। বিরোধীদের দাবি মেনে পঞ্চম দফার নির্বাচনে অতিরিক্ত তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।

তৃতীয় দফার ভোটের পর কাঠগড়ায় নির্বাচন কমিশন। অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে। রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের পারফরম্যান্স তীব্র সমালোচিত হয়। চতুর্থ দফার ভোট শুরুর দিকে শান্তিপূর্ণ হলেও শেষের দিকে আটকানো যায়নি ছাপ্পা ভোট, রিগিং। পঞ্চম দফায় রাজ্যে সতেরোটি লোকসভা কেন্দ্রের ভোট।শেষ দফা শান্তিপূর্ণ করার জন্য আগে থেকেই সরব হয়েছেন বিরোধীরা। পঞ্চম দফায় শান্তিপূর্ণ নির্বাচন করতে বৃহস্পতিবার সকালে সিআরপিএফের আই জি বিবেক সহায়ের সঙ্গে বৈঠক করেন বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার। নির্বিঘ্নে ভোট করার জন্য দিল্লি থেকে অতিরিক্ত বাহিনী দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

পঞ্চম দফার সতেরোটি লোকসভা কেন্দ্রের একত্রিশটি বুথ রয়েছে। ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে আঠেরো হাজার। কমিশন সূত্রে খবর এরমধ্যে পঞ্চান্ন শতাংশ ভোটগ্রহণ কেন্দ্র স্পর্শকাতর। সেখানেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ভাঙড়, শাসন, বারাসত সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক কেন্দ্রকে পাখির চোখ করছে কমিশন। সেখানকার নিরাপত্তা আঁটোসাটো করা হচ্ছে। এর আগে চতুর্থ দফায় জঙ্গলমহলে ভোটের সময় অতিরিক্ত ছত্রিশ কোম্পানী বাহিনী এসেছিল। কিন্তু তাতেও শেষপর্যন্ত আটাকনো যায়নি রিগিং, ছাপ্পাভোটের মত ঘটনা। এবার সতেরোটি লোকসভা কেন্দ্রে তিরিশ কোম্পানী দিয়ে কীভাবে সামাল দেয় কমিশন সেটাই দেখার।

.