কমিশনের কর্মীকে হেনস্থার ঘটনায় ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের পর্যবেক্ষকের

বহরমপুরে কমিশনের পুলিস পর্যবেক্ষককে হেনস্থা। তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন ও ২০০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুলিস পর্যবেক্ষক। জেলা প্রশাসনের ভূমিকায় হতাশ ইন্দুকুমার ভূষণ। বিশেষ পর্যবেক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলও।

Updated By: May 11, 2014, 08:24 AM IST

বহরমপুরে কমিশনের পুলিস পর্যবেক্ষককে হেনস্থা। তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন ও ২০০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুলিস পর্যবেক্ষক। জেলা প্রশাসনের ভূমিকায় হতাশ ইন্দুকুমার ভূষণ। বিশেষ পর্যবেক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলও।

সরকারি কাজে বাধা দেওয়া। শারীরিক নিগ্রহ। নির্বাচনী বিধিভঙ্গ সহ একাধিক ধারায় বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন ও ২০০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন পুলিস পর্যবেক্ষক ইন্দুভূষণ কুমার।

তবে এই অভিযোগ উড়িয়েছেন বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রদীপ নন্দী। বরং পুলিস পর্যবেক্ষকের বিরুদ্ধে লাঠিচার্যের অভিযোগ তাঁর। রাজ্যের বিশেষ পর্যবেক্ষককে গোটা ঘটনা জানিয়েছেন ইন্দুভূষণ কুমার।

বহরমপুর থানায় অভিযোগ জানাতে গেলে জেলার পুলিস সুপার, অতিরিক্ত পুলিস সুপার, জেলাশাসকের সঙ্গে প্রায় ৪৫ মিনিট রুদ্ধদার বৈঠক হয় পুলিস পর্যবেক্ষক ইন্দুকুমার ভূষণের। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জেলা প্রশাসনের ভূমিকায় যে তিনি হতাশ, ইঙ্গিতে বুঝিয়ে দেন সেকথা।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বিশেষ পর্যবেক্ষক ইন্দুভূষণ কুমারকে ঘটনার রিপোর্ট এবং ভিডিও ফুটেজ পাঠাতে বলেছেন। দোষী প্রমাণিত হলে গ্রেফতার করা হবে অভিযুক্তদের। এদিকে পুলিস পর্যবেক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলও।

.