কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে রাজ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিএম, এডিএম, এসপিদের বদলি তালিকায় সই করলেন না মুখ্যসচিব

মুখ্যমন্ত্রীর তোপের পর সম্ভবত কমিশনের সঙ্গে এবার শুরু হতে চলেছে প্রশাসনিক সংঘাত। মুখ্যমন্ত্রীর নির্দেশ না আসাতেই ডিএম, এডিএম এবং পুলিস সুপারদের বদলি সংক্রান্ত তালিকায় রাত পর্যন্ত সই করেননি মুখ্য সচিব। সূত্রের খবর মুখ্যমন্ত্রী সরাসরি নিষেধ করাতেই কমিশনের তালিকায় সই করা হয়নি।

Updated By: Apr 8, 2014, 08:40 AM IST

মুখ্যমন্ত্রীর তোপের পর সম্ভবত কমিশনের সঙ্গে এবার শুরু হতে চলেছে প্রশাসনিক সংঘাত। মুখ্যমন্ত্রীর নির্দেশ না আসাতেই ডিএম, এডিএম এবং পুলিস সুপারদের বদলি সংক্রান্ত তালিকায় রাত পর্যন্ত সই করেননি মুখ্য সচিব। সূত্রের খবর মুখ্যমন্ত্রী সরাসরি নিষেধ করাতেই কমিশনের তালিকায় সই করা হয়নি।

ডিএম এডিএম এবং এসপিদের বদলি নিয়ে কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এভাবেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কিন্তু, ততক্ষণে কমিশনের তরফে বদলির তালিকা চলে আসে রাজ্য প্রশাসনের কাছে।

তালিকা চলে এসেছে। কিন্তু, তাতে সোমবার রাত পর্যন্তও সই করেননি মুখ্য সচিব। কেন? জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ না আসাতেই সই করেননি মুখ্যসচিব সঞ্জয় মিত্র। সূত্রের খবর, কমিশনের পাঠানো তালিকা নিয়ে আমলাদের সঙ্গে বৈঠকে সই করতে সরাসরি নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত নির্বাচনেও কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে রাজ্য। নিয়ম করে প্রায় প্রতিদিন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা তোপ দাগেন কমিশনার মীরা পাণ্ডের বিরুদ্ধে। শাসকদলের সঙ্গে নির্বাচন কমিশনের লড়াই শেষ পর্যন্ত পৌছেছিল সুপ্রিম কোর্টে । প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও কমিশনের সঙ্গে সংঘাতের পথেই যেতে পারে রাজ্য?

.