ভোটের ময়দানে জমজমাট মোদী, মমতা লড়াই, সম্প্রীতির ছবি কেন বদলে গেল সংঘাতে, রাজনীতির দুনিয়া সরগরম সেই প্রশ্নেই

মোদী বনাম মমতা। বিজেপি-তৃণমূলের যুযুধান লড়াইয়ের এই ছবিটাই শেষ পর্যন্ত উঠে এল লোকসভার লড়াইয়ে। যদিও শুরুটা হয়েছিল ব্রিগেডে মোদীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়ষী প্রশংসা দিয়ে। সম্প্রীতির সেই ছবিটাই হঠাত্‍ পাল্টে গেল সংঘাতে। কেন এই বদল? ভোটের মুখে সেই প্রশ্নই এখন রাজ্য রাজনীতির।তখনও ভোটের দিন ঘোষণা হয়নি। পাঁচ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করলেন নরেন্দ্র মোদী। শোনালেন উন্নয়নের জন্য দিল্লিতে মোদী, রাজ্যে মমতার ফর্মুলা।

Updated By: Apr 28, 2014, 07:48 PM IST

মোদী বনাম মমতা। বিজেপি-তৃণমূলের যুযুধান লড়াইয়ের এই ছবিটাই শেষ পর্যন্ত উঠে এল লোকসভার লড়াইয়ে। যদিও শুরুটা হয়েছিল ব্রিগেডে মোদীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়ষী প্রশংসা দিয়ে। সম্প্রীতির সেই ছবিটাই হঠাত্‍ পাল্টে গেল সংঘাতে। কেন এই বদল? ভোটের মুখে সেই প্রশ্নই এখন রাজ্য রাজনীতির।তখনও ভোটের দিন ঘোষণা হয়নি। পাঁচ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করলেন নরেন্দ্র মোদী। শোনালেন উন্নয়নের জন্য দিল্লিতে মোদী, রাজ্যে মমতার ফর্মুলা।

বিজেপি বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চুপচাপ তৃণমূল নেত্রীও। তারপর জল গড়িয়েছে অনেক। বিজেপি-র বিরোধিতায় সরব না হলে মুসলিম ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে, সে বার্তা পেয়ে গেছেন তৃণমূল নেত্রী।তাই শুরু হল আক্রমণ।

রাজ্যে ভোটপ্রচারে এসে পাল্টে গেল মোদীর ভাষাও। বছর খানেক ধরে সারদা ইস্যুতে চুপ থাকা নরেন্দ্র মোদী প্রথম বার মুখ খুললেন শিলিগুড়ির জনসভায়। তারপর আরও কড়া রবিবার, শ্রীরামপুরে।

পাল্টা জবাব দিল তৃণমূলও।

এখন নিন্দা করলেও গুজরাত দাঙ্গার পরে ভোটে জিতে মোদী ক্ষমতায় ফিরতেই তাঁকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তৃণমূলের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসুর লেখা বই থেকেও স্পষ্ট, দুহাজার দুইয়ের দাঙ্গার পরে লোকসভায় অনাস্থা ভোটে বাজপেয়ী সরকারকে বাঁচাতে কতটা মরিয়া ছিলেন তৃণমূল নেত্রী।

এবার ভোটের পরে কোনও অবস্থাতেই বিজেপি-র সঙ্গে যাবেন না, এমন কোনও ঘোষণা করেননি তৃণমূল নেত্রী। বিজেপি-র প্রাক্তন সভাপতি নীতিন গড়কড়ি শনিবার স্পষ্টই বুঝিয়ে দিয়ে গেছেন তৃণমূলের জন্য তাঁদের দরজা খোলা।

ব্রিগেডে প্রশংসা করে বিপাকে ফেলে দেওয়া নরেন্দ্র মোদীই ভোটপ্রচারে এসে কড়া আক্রমণ করছেন। আসলে তাতেই লাভের লাড্ডুটা তাঁদের হাতে আসছে। এই অঙ্কেই খুশির হাওয়া তৃণমূলের অন্দরে।

.