বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার

লোকসভা নির্বাচনে দলের শোচনীয় হালের পরের দিনই পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারের ৪০টই লোকসভা আসনের মধ্যে নীতিশ কুমারের দল জেডিইউ-এর দখলে গেছে মাত্র দুটি আসন। শনিবার রাজ্যপাল ডিওয়াই পাতিলের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিলেন নীতিশ।

Updated By: May 17, 2014, 05:27 PM IST

লোকসভা নির্বাচনে দলের শোচনীয় হালের পরের দিনই পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারের ৪০টই লোকসভা আসনের মধ্যে নীতিশ কুমারের দল জেডিইউ-এর দখলে গেছে মাত্র দুটি আসন। শনিবার রাজ্যপাল ডিওয়াই পাতিলের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিলেন নীতিশ।

জেডিইউ তরফ থেকে আলি আনওয়ার জানিয়েছেন দলের হারের দায়িত্ব নিয়েই পদত্যাগ করলেন নীতিশ। লেজেপি সুপ্রিমো রাম বিলাশ পাসোওয়ান শুক্রবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মন্তব্য করেছিলেন নীতিশ কুমারের সরকার আর দু-তিন মাসের মধ্যেই পড়ে যাবে, অক্টোবর, নভেম্বরের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচনের প্রয়োজন হবে।

কাল সারাদিন নিজেকে সরকারি বাসভবনে বন্দী করে রেখেছিলেন নীতিশ। শুক্রবার সন্ধ্যাবেলা ফেসবুকে পোস্ট করে তিনি জানান ``জনতার রায়কে আমি শ্রদ্ধা করি।``

.